কলকাতা: একদিন আগেই স্বাস্থ্যসাথী কার্ড (Swastha Swathi Card) নিয়ে বড় পদক্ষপের কথা শুনিয়েছে রাজ্য সরকার। ‘রেফার রোগে’ রাশ টানতে নেওয়া হচ্ছে কড়া পদক্ষেপ। সরকারি হাসপাতাল (Govt. Hospital) থেকে বেসরকারি হাসপাতালে রোগী রেফার আটকাতে দেওয়া হয়েছে নির্দেশিকা। সরকারি হাসপাতালের যে চিকিৎসকেরা রেফার করছেন বেসরকারি হাসপাতালে তাঁদের থেকে কৈফিয়তও চাইবে সরকার। একইসঙ্গে যে বেসরকারি হাসপাতালে পাঠানো হচ্ছে প্রয়োজনে সেই হাসপাতালের বিরুদ্ধেও কড়া পদক্ষপ নিতে পারে সরকার। এবার এ প্রসঙ্গেই রাজ্য সরকারকে চাঁচাছোলা ভাষায় কটাক্ষ করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। করলেন ফেসবুক পোস্ট।
পোস্টে শুভেন্দু লিখলেন, ‘ভোটের আগে বলেছিলেন স্বাস্থ্যসাথী হল বিশ্ব মানের স্বাস্থ্য পরিষেবা। বেসরকারি হাসপাতালে কার্ড গ্রহণ করতেই হবে, না হলে সংশ্লিষ্ট হাসপাতালের লাইসেন্স বাতিল। ভোট শেষ, দেখলেন ‘ভাঁড়ে মা ভবানী’। অমনি নির্দেশিকা বদল, এবার বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ড নিলে সেই হাসপাতাল ও নার্সিং হোমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে!’
শুভেন্দুর দাবি এই সিদ্ধান্তে আশ্চর্য হওয়ার কিছু নেই। শুভেন্দুর দাবি, যে রাজ্যে স্বয়ং মুখ্যমন্ত্রীর ঠিকমতো চিকিৎসা হয় না। সেখানে আম-আদমির ভাগ্যে এই দুর্ভোগ তো অতি সামান্য ব্যাপার। প্রসঙ্গত, স্বাস্থ্য ভবনের তরফে বেসরকারি হাসপাতালে রেফারে রাশ টানতে যে নির্দেশিকা জারি করা হয়েছে তাতে সাফ বলা হয়েছে কোনও পরিস্থিতিতে যদি সরকারি হাসপাতালে কোনও চিকিৎসক রেফার করেও থাকেন তাঁকে দর্শাতে হবে কারণ। কেন করলেন, কোন প্রেক্ষাপটে করলেন সবটাই বলতে হবে হবে। এই নির্দেশিকা সামনে আসার পরই তা নিয়ে চাপানউতোর তৈরি হয়েছে স্বাস্থ্য মহলের অন্দরে।