কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার পদে মনোজ ভার্মা, বদলি আরও একাধিক অফিসার

ঋদ্ধীশ দত্ত |

Feb 15, 2021 | 7:48 PM

মোট চার নতুন আইপিএস অফিসারকে কলকাতা পুলিশে আনা হয়েছে। যার মধ্যে দু'জন যুগ্ম কমিশনার, দু'জন অতিরিক্ত কমিশনার পদে এসেছেন।

কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার পদে মনোজ ভার্মা, বদলি আরও একাধিক অফিসার
ছবি- টুইটার

Follow Us

কলকাতা: ভোটের আগে কলকাতা পুলিশে (Kolkata Police) আবারও বড় রদবদল। কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার পদে স্থলাভিষিক্ত হয়েছেন মনোজ ভার্মা। অতিরিক্ত কমিশনারের দায়িত্ব পেয়েছেন দেবাশীষ বড়ালও। নীলাদ্রি চক্রবর্তীকে কলকাতার যুগ্ম কমিশনার (পারসোনেল) এবং মেহেমুব আখতারকেও যুগ্ম কমিশনার (ট্রেনিং) পদে আনা হয়েছে।

রাজ্য প্রশাসনের তরফে অবশ্য একে রুটিন বদলি হিসেবেই আখ্যা দেওয়া হয়েছে। তবে ভোট যত এগিয়ে আসছে প্রশাসনিক পদে নিয়মিত বদল দৈনন্দিন ঘটনা হয়ে উঠছে। কিছুদিন আগেই একগুচ্ছ আইপিএস অফিসারকে বদলি করেছিল নবান্ন। মূলত নির্বাচন এবং আইনশৃঙ্খলার কথা মাথাই রেখেই এই বদলি করা হয়েছিল বলে বিশেষজ্ঞ মহলের।

আরও পড়ুন: ক্ষমতায় এলে পার্শ্বশিক্ষকরা কত বেতন পাবেন? শাহের কাছে জানতে চাইলেন মুকুল

প্রসঙ্গত, মনোজ ভার্মা বারাকপুর পুলিশ কমিশনারেটের কমিশনার ছিলেন। ২০১৯ সালের জুন মাসে ভাটপাড়ায় অশান্তির ঘটনার পর তাঁকে বারাকপুর কমিশনারেটের দায়িত্ব দেওয়া হয়। কিছুদিন আগেই তাঁকে বদলি করা হয়েছিল সিআইএফ-র আইজি পদে। কিন্তু, সেই বদলির একমাস কাটতে না কাটতেই তাঁকে বদলি করা হল কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার পদে। অন্যদিকে, আইপিএস দেবাশীষ বড়াল সশস্ত্র পুলিশের আইজি ছিলেন। তাঁকে অতিরিক্ত কমিশনার করা হল। কলকাতা পুলিশে গোয়েন্দা প্রধানের দায়িত্বও তিনি এর আগে পালন করেছেন।

মোট চার নতুন আইপিএস অফিসারকে কলকাতা পুলিশে আনা হয়েছে। যার মধ্যে দু’জন যুগ্ম কমিশনার, দু’জন অতিরিক্ত কমিশনার পদে এসেছেন।

আরও পড়ুন: বিজেপি ডক্টর্স সেলের সভায় উপস্থিতির জের? অপসারিত কোভিড ম্যানেজমেন্ট কো-অর্ডিনেটর

Next Article