Vineet Goel: হঠাৎ দুুপুরে মমতার বাড়িতে বিনীত গোয়েল, তাহলে কী নতুন কোনও সিদ্ধান্ত?

Deeksha Bhuiyan | Edited By: জয়দীপ দাস

Sep 17, 2024 | 2:02 PM

Vineet Goel: বিনীত গোয়েলকে তাঁর পছন্দের জায়গাতেই পোস্টিং দেওয়া হচ্ছে। আগেই মমতা জানিয়েছেন সে কথা। কিন্তু, তাঁর জায়গায় নতুন কে সিপি হচ্ছেন তা নিয়ে চাপানউতোর চলছে। ইতিমধ্যেই বেশ কয়েকজন পুলিশ কর্তার নাম নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

Vineet Goel: হঠাৎ দুুপুরে মমতার বাড়িতে বিনীত গোয়েল, তাহলে কী নতুন কোনও সিদ্ধান্ত?
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিনীত গোয়েল। ফাইল ছবি।

Follow Us

কলকাতা: অবশেষে সরছেন বিনীত গোয়েল। সোমবার জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন মঙ্গলবার বিকালেই কলকাতা পুলিশ কমিশনারের পদ থেকে অব্য়াহতি দেওয়া হবে বিনীতকে। বিকাল ৪টের পরই তাঁর জায়গায় নতুন কাউকে দায়িত্ব দেওয়া হবে। জারি হবে বিজ্ঞপ্তি। এদিকে এরইমধ্যে মঙ্গলবার দুপুরে মমতার বাড়িতে পৌঁছে গেলেন তিনি। 

বিনীত গোয়েলকে তাঁর পছন্দের জায়গাতেই পোস্টিং দেওয়া হচ্ছে। আগেই মমতা জানিয়েছেন সে কথা। কিন্তু, তাঁর জায়গায় নতুন কে সিপি হচ্ছেন তা নিয়ে চাপানউতোর চলছে। ইতিমধ্যেই বেশ কয়েকজন পুলিশ কর্তার নাম নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। এরইমধ্যে এদিন ১টা ১৫ নাগাদ হরিশ চ্য়াটার্জি স্ট্রিটে মমতার বাড়িতে যান বিনীত গোয়েল। সূত্রের খবর, সাধারণত পুলিশ সার্ভিসের কোনও পদ থেকে ইস্তফা দেওয়া যায় না। এই ধরনের ক্ষেত্রগুলিতে পদ থেকে সরানো অর্থাৎ অপসারণের পরই নতুন কাউকে দায়িত্ব দেওয়া হয়। সূত্রের খবর, বদলি সংক্রান্ত বিষয়েই আলোচনার জন্যই মমতার বাড়িতে দুপুরে গেলেন বিনীত গোয়েল। 

এই খবরটিও পড়ুন

প্রসঙ্গত, আরজি কর কাণ্ডে শুরু থেকেই কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে উঠেছে একগুচ্ছ অভিযোগ। অসন্তোষ প্রকাশ করেছে সুপ্রিম কোর্টও। বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে টানা আন্দোলন চালিয়ে গিয়েছেন জুনিয়র ডাক্তারেরা। যদিও বিনীত কিন্তু, শুরু থেকেই দাবি করে আসছিলেন কলকাতা পুলিশ স্বচ্ছতার সঙ্গেই তদন্ত করছে। কিছুই লুকানোর চেষ্টা করছে না। যদিও শনিবার রাতে আবার কলকাতা পুলিশের বিরুদ্ধে তদন্তে ‘গাফিলতির’ বিষয়টি আরও একবার প্রকট হয়। সিবিআই গ্রেফতার করে ফেলে টালা থানার ওসিকে। সূত্রের খবর, মঙ্গলবার সুপ্রিম শুনানির পর সিবিআইয়ের কাছ থেকে ডাক পেতে পারেন বিনীত গোয়েল। যদিও এ বিষয়ে চূড়ান্ত কিছু জানা যায়নি। 

Next Article