কলকাতা: এবার খোদ কলকাতার পুলিশ কমিশনারের অফিসে ভুয়ো ইনকাম ট্যাক্স অফিসার হিসাবে পরিচয় দিয়ে ফোন। দিন ১৫ আগে কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারে জাভেদ নামের ওই ব্যক্তি নিজেকে ইনকাম ট্যাক্স অফিসার পরিচয় দিয়ে ফোন করে। তাতেই শুরু হয়ে যায় শোরগোল।
সূত্রের খবর, বেশ কিছুদিন আগে কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হওয়া এক অভিযুক্তকে ছেড়ে দেওয়ার জন্য বলা হয়। একইসঙ্গে ওই মামলা মিটিয়ে নেওয়ার কথা বলেন ওই ভুয়ো ইনকাম ট্যাক্স অফিসার। এরপরেই নড়েচড়ে বসে লালবাজার। কে তিনি, আসল উদ্দেশ্য কী, ঠিক করতে চাইছেন, পিছনে বড় কোনও অভিসন্ধি আছে কিনা তা নিয়ে খোঁজখবর শুরু করে দেন লালবাজারের কর্তারা। মোলবাইল নম্বরের সূত্র ধরে শুরু হয় খোঁজ।
মোবাইল নম্বরের সূত্র ধরে দিল্লি থেকে অভিযুক্ত জাভেদকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দারা। লালবাজার সূত্রে খবর, এই প্রথম নয়। এর আগেও এধরনের একাধিক অভিযোগ আছে। বিহার, ওড়িশা, অসম-সহ বিভিন্ন রাজ্যে ভুয়ো পরিচয় দিয়ে ফোন করে এই জাভেদ। বর্তমানে তাঁকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হচ্ছে।