কলকাতা: মইদুল ইসলাম মিদ্যার (Maidul Islam Midya) মৃত্যুর ঘটনায় কলকাতা পুলিশের (Kolkata Police) দিকেই অভিযোগের আঙুল তুলেছেন বাম কর্মী-সমর্থকেরা। সেই কলকাতা পুলিশই এ বার এই মৃত্যুর তদন্তে সাত সদস্যের তদন্তকারী দল (সিট) গঠন করল।
লালবাজার সূত্রে খবর, মইদুলকে আহত অবস্থায় জানবাজারের একটি হোটেলের সামনে পড়ে থাকতে দেখা গিয়েছিল। সেই তথ্য জানতে পেরেছেন তদন্তকারিকরা। কীভাবে জানবাজারের হোটেলের সামনে এলেন মইদুল। এই প্রশ্নের উত্তর খুঁজতে উঠেপড়ে লেগেছে লালবাজার। নবান্ন অভিযানের দিনের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। কীভাবে জানবাজারের ওই হোটেলের সামনে মইদুল পৌঁছলেন, তা খতিয়ে দেখবে ওই সাত সদস্যের তদন্তকারী দল। ইতিমধ্যেই স্থানীয়দের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
তদন্তকারীদের আরও দাবি, মইদুল ইসলামের পড়ে থাকার ছবি দেখা গেলেও তিনি যে পুলিশের লাঠির আঘাতেই আহত হয়েছিলেন সেই ধরনের কোনও ছবি এখনও সামনে আসেনি। উল্লেখ্য, মইদুলের মৃত্যুর ঘটনায় প্রথমে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছিল নিউ মার্কেট থানায়। তারপর থেকেই নিউ মার্কেট থানা ও লালবাজারের গোয়েন্দা শাখার আধিকারিকরা ঘটনার তদন্ত শুরু করেছেন।
আরও পড়ুন: ছাত্র-যুবদের সামনের সারিতে আনছে সিপিএম, টিকিট পেতে পারেন তারকারাও
অন্যদিকে, নবান্ন অভিযানে এসেই আরেক বাম কর্মী দীপক পাঁজা নিখোঁজ হয়ে গিয়েছেন বলে অভিযোগ বাম শিবিরের। পুলিশ সূত্রে খবর, তাঁকে একাধিকবার সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে। নবান্ন অভিযানে পুলিশের জলকামান ও টিয়ার গ্যাস পর্বের পর তাঁকে একাই ডোরিনা ক্রসিংয়ে দেখা যায়। বেলা তিনটের পর দেখা যায় নিউ মার্কেট চত্বরেও। তার পর তিনি কোথায় গেলেন তা অন্যান্য ফুটেজে খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: পঞ্জাবে অভূতপূর্ব জয়, ভাতিণ্ডায় ইতিহাস তৈরি করল কংগ্রেস