Kolkata Police: ‘সাপকে বিশ্বাস করুন মহিলাদের নয়’, গাড়ির পিছনে উস্কানিমূলক স্টিকার, পুলিশের চোখে পড়তেই

Jul 28, 2024 | 8:14 PM

Kolkata Police: কলকাতা পুলিশ সূত্রে খবর, প্রাইভেট গাড়ির কাচটিতে এক পুরুষ ও এক মহিলার স্টিকার লাগানো ছিল। নিচে লেখা 'সাপকেও বিশ্বাস করুন, তবু মহিলাদের নয়' যার তাৎপর্য করলে দাঁড়ায় সাপেদের থেকেও বিষধর মহিলারা। আর এই লাইনটি সমগ্র নারীজাতিকে যে অপমান করছে তা বলার অপেক্ষা রাখে না।

Kolkata Police: সাপকে বিশ্বাস করুন মহিলাদের নয়, গাড়ির পিছনে উস্কানিমূলক স্টিকার, পুলিশের চোখে পড়তেই
বড় পদক্ষেপ পুলিশের
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কলকাতা: গাড়ির পিছনে বিভিন্ন ধরনের লেখা সকলেরই আকছাড় চোখে পড়ে। কখনও ‘জ্ঞান’ তো কখনও মজার মজার কিছু লাইন লিখে মানুষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হয়। ঠিক সেই রকমই একটি গাড়িতে স্টিকার লাগানো ছিল। সঙ্গে লেখা ছিল একটি লাইন। যা আপাত দৃষ্টিতে মজার হলেও উস্কে দিচ্ছিল নারীবিদ্বেষ। বিষয়টি দৃষ্টিগোচর হয় কলকাতা পুলিশেরই এক আধিকারিকের। আর তারপর? গাড়ির মালিক সেই লাইন উঠিয়ে ফেলতে বাধ্য হন।

কলকাতা পুলিশ সূত্রে খবর, প্রাইভেট গাড়ির কাচটিতে এক পুরুষ ও এক মহিলার স্টিকার লাগানো ছিল। নিচে লেখা ‘সাপকেও বিশ্বাস করুন, তবু মহিলাদের নয়’ যার তাৎপর্য করলে দাঁড়ায় সাপেদের থেকেও বিষধর মহিলারা। আর এই লাইনটি সমগ্র নারীজাতিকে যে অপমান করছে তা বলার অপেক্ষা রাখে না।

তবে কলকাতা পুলিশের কর্তব্যরত ওই আধিকারিকের নজরে আসে বিষয়টি। এই ধরনের প্রকাশ্য উস্কানিমূলক বার্তা ভারতীয় আইন অনুযায়ী মানহানিকর। শুধু তাই নয়, ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ এবং ভারতীয় ন্যায় সংহিতার ৩৫৬ (১) ধারার অধীনে হতে পারে শাস্তিও। তবে ওই আধিকারিক গাড়ির মালিককে অনুরোধ করেন এই ধরনের অপমানজনক স্টিকার যেন তিনি সরিয়ে ফেলেন। আর পুলিশ আধিকারিকের কথা মতো তা হটিয়েও দেন তিনি।

Next Article