কলকাতা: কলকাতায় কি নাশকতার ছক কষছিল দুষ্কৃতীরা? বিহারে এক আসবাবপত্রের দোকানের আড়ালে বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ পেয়েছে কলকাতা পুলিশের স্পেশাল টাক্স ফোর্স। বিহার এসটিএফের সঙ্গে এক যৌথ অভিযানে গতকাল এই বেআইনি পিস্তল তৈরির কারখানার সন্ধান পায় কলকাতা পুলিশের এসটিএফ। উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র, লোহার রড এবং আরও বেশ কিছু যন্ত্রপাতি। জানা যাচ্ছে, বিহারের বোধগয়া এলাকায় ‘বাবা ফার্নিচার’ নামে দোকানে বৃহস্পতিবার হানা দেন স্পেশাল টাস্ক ফোর্সের অফিসাররা। দোকানের মালিক মুকেশ কুমার পলাতক। ওই ব্যক্তির খোঁজ চালাচ্ছেন এসটিএফের তদন্তকারী অফিসার।
কলকাতা পুলিশের এসটিএফ সূত্রে খবর, অফিসাররা সন্দেহ করছেন কলকাতায় নাশকতার ছক কষছিল দুষ্কৃতীরা। আসবাবের দোকানের আড়ালে বেআইনি আগ্নেয়াস্ত্রের কারখানা চালানো মুকেশকে এখনও ধরা না গেলেও, ঘটনাস্থল থেকে দু’জনকে পাকড়াও করেছে এসটিএফ। ধৃতদের নাম আনোয়ার খান ওরফে বিট্টু এবং বীরু কুমার। উভয়েরই বাড়ি বিহারের মুঙ্গের জেলার কাশিমবাজার থানা এলাকায়। ধৃত দু’জনেই বেআইনি আগ্নেয়াস্ত্র তৈরির কাজে সিদ্ধহস্ত। গ্রেফতার হওয়া দু’জনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। আজ অভিযুক্তদের বিহারের গয়ায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে পেশ করা হয়েছে।
ধৃতদের জেরা করে এই বেআইনি অস্ত্র কারবারের সঙ্গে আরও কারা কারা জড়িত রয়েছে, সেই উত্তর খোঁজার চেষ্টা করছেন তদন্তকারী অফিসাররা। আসবাবপত্রের দোকানের আড়ালে তৈরি হওয়া বেআইনি অস্ত্র কোথায় কোথায় পাঠানো হত, সেই সব দিকগুলিও খতিয়ে দেখছেন কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ও বিহার এসটিএফের তদন্তকারী অফিসাররা। উল্লেখ্য, এর আগেও কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স অভিযান চালিয়েছিল বিহারে। চলতি বছরের মার্চেই বিহারের খাগারিয়ায় এক যৌথ অভিযানে বেআইনি অস্ত্র তৈরির কারবারের পর্দাফাঁস করেছিল কলকাতা পুলিশের এসটিএফ।