Kolkata Police: অডিয়ো টেপটা কি সত্যি? ইডি অফিসারদের ‘ভয়েস স্যাম্পল’ পরীক্ষা করতে চায় লালবাজার

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Mar 30, 2022 | 9:33 AM

Kolkata Police: অডিয়ো ফাঁস মামলায় এর আগে ইডি-র আধিকারিকদের তলব করেছিল কলকাতা পুলিশ। আর এবার তাঁদের কন্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চায় লালবাজার।

Kolkata Police: অডিয়ো টেপটা কি সত্যি? ইডি অফিসারদের ভয়েস স্যাম্পল পরীক্ষা করতে চায় লালবাজার
ইডি অফিসারদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন অভিষেক

Follow Us

কলকাতা : এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের কন্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চান লালবাজারের গোয়েন্দারা। সেই নমুনা সংগ্রহ করতে এবার নিম্ন আদালতের দারস্থ হল লালবাজারের গোয়েন্দা বিভাগ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একটি কথোপকথনের অডিয়ো রেকর্ড ফাঁস হয়েছিল। সেই অডিয়ো-র সত্যতা কতদূর তা জানতে এই নমুনা পরীক্ষা করতে চায় লালবাজার। ২০২১ সালে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নিয়ে একটি অভিযোগ দায়ের করেছিলেন। তার ভিত্তিতেই আদালতে এই আর্জি জানিয়েছে লালবাজার।

সূত্রের খবর, গত বিধানসভা নির্বাচনের আগে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তিন জন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসার ও এক হিসাবরক্ষকের কথোপকথনের ভয়েস রেকর্ডিং সংবাদমাধ্যমে সম্প্রচার করা হয়েছিল। ওই কথোপকথনের ফলে সাংসদ অভিষেক এবং মুখ্যমন্ত্রী মমতাকে কালিমালিপ্ত করা হয়েছে বলে কালীঘাট থানায় অভিযোগ দায়ের করা হয়।

২০২১ সালে ২১ মে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই অভিযোগ দায়ের করেন। সম্প্রসারিত ভিডিয়ো এবং অডিয়ো টেপটির আদৌ কোনও সত্যতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন তদন্তকারী অফিসাররা। এই মর্মে একজন ম্যাজিস্ট্রেট ও রাজ্যের ফরেনসিক ল্যাবরেটরির ডিরেক্টরের উপস্থিতিতে ওই তিন অফিসারের কন্ঠস্বরের নমুনা সংগ্রহ করার জন্য মঙ্গলবার আদালতের কাছে আবেদন জানিয়েছেন লালবাজারের গোয়েন্দা দফতরের তদন্তকারী আধিকারিকেরা।

গত বছরই গণেশ বাগাড়িয়ার অডিয়ো টেপ সংক্রান্ত মামলা হয়েছিল কালীঘাট থানায়। সেই অডিয়োতে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বেশ কিছু মন্তব্য করতে শোনা গিয়েছিল গণেশ বাগাড়িয়াকে। সেই মামলা কালীঘাট থানায় রুজু হয়েছিল এবং পরবর্তীতে লালবাজার তদন্তভার নিয়েছিল। পরে তলবও করা হয়েছিল ইডি আধিকারিকদের। যদিও হাজিরা দেননি তাঁরা। সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কয়লা পাচার কাণ্ডের জিজ্ঞাসাবাদের জন্য যখন দিল্লিতে ইডির দফতরে তলব করা হচ্ছে, তখন পাল্টা ইডি আধিকারিকদের আবারও তলব করেছে লালবাজার।

আরও পড়ুন : Rape Victim: হাতে দেওয়া হচ্ছে পুতুল, শোনানো হচ্ছে গল্প, শরীরের থেকেও মনের ঘা দগদগে মাটিয়ার নির্যাতিতার

Next Article