Howrah Bridge: হাওড়া ব্রিজে সন্ধে নামলেই ‘লাইট অ্যান্ড সাউন্ড’, ৩৫ কোটির প্রস্তাবে সবুজ সঙ্কেতের অপেক্ষা

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Oct 07, 2022 | 5:44 PM

Howrah Bridge: হাওড়া ব্রিজের উপর যে অত্যাধুনিক এলইডি স্ক্রিনটি বসানো হবে, সেটি হবে ট্রান্সপারেন্ট। সন্ধে নামলেই শুরু হবে লাইট অ্যান্ড সাউন্ড। এই প্রস্তাবে সবুজ সঙ্কেত পেলে আরও সুন্দর হয়ে উঠবে হাওড়া ব্রিজ।

Howrah Bridge: হাওড়া ব্রিজে সন্ধে নামলেই লাইট অ্যান্ড সাউন্ড, ৩৫ কোটির প্রস্তাবে সবুজ সঙ্কেতের অপেক্ষা
হাওড়া ব্রিজ (ফাইল ছবি)

Follow Us

কলকাতা: ভোল বদলে যেতে চলেছে হাওড়া ব্রিজের। নতুনভাবে সেজে উঠতে চলেছে হাওড়া ব্রিজ। বসানো হবে অত্যাধুনিক এলইডি স্ক্রিন। এবার থেকে সন্ধে নামলেই হাওড়া ব্রিজের মাঝখানে দেখা যাবে লাইট অ্যান্ড সাউন্ড শো। এই লাইট অ্যান্ড সাউন্ডের জন্য ইতিমধ্যেই কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের কাছে জমা পড়েছে প্রস্তাব। মোট ৩৫ কোটি টাকার এই প্রস্তাব পাঠিয়েছে কলকাতা বন্দর কর্তৃপক্ষ। এই প্রস্তাবে দ্রুত অনুমোদন মিলবে বলে আশাবাদী বন্দর কর্তৃপক্ষ। উল্লেখ্য, এর আগেই ১৭ কোটি টাকা খরচ করে আলো জ্বলেছে হাওড়া ব্রিজে। এবার হাওড়া ব্রিজের সৌন্দর্যায়ন আরও বাড়ানোর জন্য আরও উদ্যোগী কলকাতা বন্দর। জানা গিয়েছে, হাওড়া ব্রিজের উপর যে অত্যাধুনিক এলইডি স্ক্রিনটি বসানো হবে, সেটি হবে ট্রান্সপারেন্ট। সন্ধে নামলেই শুরু হবে লাইট অ্যান্ড সাউন্ড। এই প্রস্তাবে সবুজ সঙ্কেত পেলে আরও সুন্দর হয়ে উঠবে হাওড়া ব্রিজ।

প্রায় আশি বছরের পুরনো এই ক্যান্টিলিভার ব্রিজটি কলকাতা শহরের বহু ইতিহাসের সাক্ষী। পোষাকি নাম রবীন্দ্র সেতু। কলকাতা ও হাওড়ার সংযোগ স্থাপনের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক মাধ্যম এই হাওড়া ব্রিজ। আইকনিক এই হাওড়া ব্রিজের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে কলকাতা পোর্ট ট্রাস্ট। জানা গিয়েছে, বৈদ্যুতিন সরঞ্জাম নির্মাণকারী সংস্থা ফিলিপসের সহযোগিতায় একটি ডিটেল প্রোজেক্ট রিপোর্ট তৈরি করেছিল কলকাতা বন্দর কর্তৃপক্ষ এবং সেই মতো হাওড়া ব্রিজের সৌন্দর্যায়নের জন্য আর্থিক অনুমোদনের চেয়ে প্রস্তাব পাঠিয়েছে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রককে।

কেন্দ্রের থেকে এই আর্থিক অনুমোদন এসে গেল হাওড়া ব্রিজের সৌন্দর্যায়ন এক নতুন মাত্রা পাবে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। ব্রিজের ঠিক মাঝখানে বসানো হবে এই স্ক্রিনটি। এটি এমনভাবে তৈরি হবে, যাতে খালি চোখে সহজে স্ক্রিনটি চোখে পড়বে না। এই স্ক্রিনটি আয়তনে প্রায় ১২০০ বর্গমিটার। তবে দিনের বেলায় এই স্ক্রিনের কারণে হাওড়া ব্রিজের ভিউ-এ কোনও বদল আসবে না। তবে রাত নামলেই প্রাণবন্ত হয়ে উঠবে স্ক্রিনটি। শুরু হবে লাইট অ্যান্ড সাউন্ড।

Next Article