Kolkata Police: আবগারি লাইসেন্স পাইয়ে দিতে ৩০ লাখ? পুলিশের হাতে গ্রেফতার পুলিশ কনস্টেবলই

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Oct 07, 2022 | 6:18 PM

Kolkata Police: অভিযোগ, ওই ব্যবসায়ী লিকার লাইসেন্সের জন্য রুবেল মণ্ডলকে ধরেন। রুবেল মণ্ডল পাল্টা ওই ব্যবসায়ীর কাছে ৩০ লক্ষ টাকা দাবি করেন বলে অভিযোগ।

Kolkata Police: আবগারি লাইসেন্স পাইয়ে দিতে ৩০ লাখ? পুলিশের হাতে গ্রেফতার পুলিশ কনস্টেবলই
গ্রেফতার কলকাতা পুলিশের কনস্টেবল।

Follow Us

কলকাতা: আবগারি সংক্রান্ত লাইসেন্স পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ। তাও আবার কলকাতা পুলিশের এক কনস্টেবলের বিরুদ্ধে। এই ঘটনায় বৌবাজার থানায় অভিযোগ দায়ের হয়। তার ভিত্তিতে কনস্টেবল রুবেল মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। এক ব্যবসায়ী এই প্রতারণার শিকার হয়ে থানায় অভিযোগ জানান। শুক্রবার তাঁকে গ্রেফতার করে পুলিশ। এদিনই ধৃতকে ব্যাঙ্কশাল কোর্টে তোলা হয়।

অভিযোগ, ওই ব্যবসায়ী লিকার লাইসেন্সের জন্য রুবেল মণ্ডলকে ধরেন। রুবেল মণ্ডল পাল্টা ওই ব্যবসায়ীর কাছে ৩০ লক্ষ টাকা দাবি করেন বলে অভিযোগ। এই টাকা পেলে লাইসেন্স তৈরি করে দেবেন বলে আশ্বাসও দেন। কিন্তু ওই ব্যবসায়ী ১৫ লক্ষ টাকা দিয়েছিলেন। এরপর কনস্টেবলের কাছ থেকে ওই ব্যবসায়ী কিছু কাগজপত্রও পান।

অভিযোগ, পরে দেখা যায় সেই কাগজপত্র জাল। নকল কাগজপত্র দেখিয়ে ব্যবসায়ীকে স্তোক দেওয়া হয় লাইসেন্স নম্বর খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। এরপরই ব্যবসায়ী পুলিশের দ্বারস্থ হন। বৌবাজার থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে গ্রেফতার করা হয় ওই কনস্টেবল রুবেল মণ্ডলকে। এদিন ধৃতকে আদালতে তোলা হয়। কীভাবে ওই পুলিশ কনস্টেবলের নাম এমন দুর্নীতিতে জড়াল তা খতিয়ে দেখা হচ্ছে।

যে কোনওরকম দুর্নীতি হলে তার অভিযোগ যায় পুলিশের কাছে। পুলিশই তদন্ত করে অপরাধীকে ধরে। পুলিশই রক্ষক যে কোনও মানুষের জন্য। অথচ সেই পুলিশের নাম যদি অপরাধের অভিযোগে জড়ায় নিঃসন্দেহে তার প্রভাব পড়ে সমাজে। একজন স্পেশাল ব্রাঞ্চের কনস্টেবল হয়ে কেন রুবেলের নাম এমন দুর্নীতিতে জড়াল তা খতিয়ে দেখা হচ্ছে।

Next Article