পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ! আজ রাজ্য জুড়ে বন্ধ কয়েক হাজার পাম্প

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 31, 2021 | 10:03 AM

Petrol Pump: রাজ্যের প্রায় আড়াই হাজার পেট্রলপাম্প আজকের ধর্মঘটে সামিল হয়েছে।

পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ! আজ রাজ্য জুড়ে বন্ধ কয়েক হাজার পাম্প
ফাইল চিত্র

Follow Us

কলকাতা: ধাপে ধাপে আগুন ছুঁয়েছে পেট্রোল, ডিজেলের দাম। এর আগেও এই নিয়ে প্রতিবাদ হয়েছে। জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ, মঙ্গলবার রাজ্য জুড়ে পেট্রোল পাম্প ধর্মঘট।

রাজ্যের প্রায় আড়াই হাজার পেট্রলপাম্প আজকের ধর্মঘটে সামিল হয়েছে। সকাল ছ’টা থেকে রাত বারোটা পর্যন্ত আজ বন্ধ থাকছে পেট্রোল পাম্প। সকাল থেকে শহরের বিভিন্ন পেট্রলপাম্পগুলোতে করে দেওয়া হয়েছে ব্যারিকেড।

পেট্রোল-ডিজেল কোন কিছুই বিক্রি করা হচ্ছে না। তবে আজ পেট্রোল পাম্প ধর্মঘটের বিষয়টি অনেকের কাছেই অজানা রয়েছে। তাই কর্মব্যস্ত দিনে প্রতিদিনের মত আজও পেট্রলপাম্পগুলোতে পেট্রোল ডিজেল নিতে ভিড় করেছেন গ্রাহকেরা।

পেট্রোল ডিজেল না পেয়ে সমস্যায় পড়তে হয়েছে তাঁদের। কোনও কোনও গ্রাহকের বক্তব্য.
“আজ যে পেট্রোল পাম্প বন্ধ থাকবে, ওতটা জানতাম না। তেল নিয়ে এসেছিলাম। গাড়িতে সেভাবে তেল নেই। আজ তো মারাত্মক সমস্যায় পড়তে হবে।”

আবার আরেক জনের কথায়, “এমনিতে এই পরিস্থিতিতে পাবলিক ট্রান্সপোর্টে সেভাবে উঠছি না আমরা। ফলে তেল অনেকটাই খরচ হচ্ছে। জ্বালানির দাম বৃদ্ধিতে সমস্যা হচ্ছে, তাই এই ধর্মঘটকে অস্বীকার করছি না। তবে তেল না ভরতে পেরে, আজ সারাটা দিন সমস্যায় পড়তে হবে।”

কমিশন বৃদ্ধি, ইথানলের প্রয়োগ-সহ তিন দফা দাবিতে আজ রাজ্যজুড়ে পেট্রল পাম্প ধর্মঘট চলছে। তাঁদের দাবি-দাওয়া নিয়ে আজ বিকেল তিনটে নাগাদ পরিবহণ মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন পেট্রোল পাম্প অ্যাসোসিয়েশন। তবে বৈঠকে কী সিদ্ধান্ত হয় সেটাই আলোচ্য বিষয়।

কমিশনের পাশাপাশি সঠিক মাপের তেল পেতে ফ্লো মিটারের দাবি জানিয়েছেন রাজ্যের পেট্রোল পাম্প মালিকরা। বর্ষার সময়ে অনেক সময় ইথানল মেশানো পেট্রোল বিকোয়। সেই পেট্রোল কিনতে চান না পাম্পের মালিকরা। বর্ষায় তেল ট্যাঙ্কে জল ঢুকে ইথানলের সঙ্গে মিশে তেলের গুণগত মান নষ্ট হচ্ছে। তারই প্রতিবাদে এই ধর্মঘট।

কমিশনের এক সদস্যের কথায়, কমিশন বাড়ানোর দাবিতে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের সঙ্গে একাধিকবার কথা হয়েছে। আশ্বাস মিললেও তা কার্যকর হয়নির এখনও যদি কমিশন বাড়ানো না হয়, তাহলে পরবর্তীকালে আরও কড়া পদক্ষেপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

প্রসঙ্গত, অগস্টেও ধর্মঘটে সামিল হয়েছিলেন পেট্রোল পাম্প মালিকরা। মূলত ৩ দফা দাবির ভিত্তিতে তাঁরা ধর্মঘট করেন। সেক্ষেত্রে তাঁদের দাবি ছিল, গ্রাহকদের ইথানল মিশ্রিত পেট্রোল দেওয়া হচ্ছে, যেটা সঠিক নয়। এতে গ্রাহকদের মনে হচ্ছে, পেট্রোলে জল মেশানো হয়েছে। দ্বিতীয়ত, পেট্রোল পাম্পগুলিতে ফ্লো মিটারের মাধ্যমে জ্বালানি দিতে হবে। যা বর্তমানে করা হয় না। ফ্লো মিটার লাগানো হলে গাড়ি বা বাইকে জ্বালানি ভরার সময় ঠিক কত পরিমাণ জ্বালানি ভরা হল, তা সেই মিটারেই দেখা যাবে। তৃতীয়ত, কমিশন সংক্রান্ত দীর্ঘদিনের দাবি রয়েছে পাম্প সংগঠনের। সেই দাবিও পূরণ করতে হবে। সেই একই দাবিতে আবারও ধর্মঘট। আরও পড়ুন: EXCLUSIVE: ‘শান্তি কীসে পাব?’ ফেসবুকে পোস্টের পরই গায়ে অ্যালকোহল ঢেলে আগুন ধরালেন চিকিত্সক! কাঠগড়ায় রাজ্য সরকার

Next Article