আগামী ১-২ ঘণ্টার মধ্যে দুর্যোগ-দুর্ভোগ! কলকাতা-সহ এই জেলাগুলির জন্য সতর্কতা

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 29, 2021 | 12:33 PM

Weather Update: এবার দক্ষিণবঙ্গের কথায় আসা যাক। দক্ষিণবঙ্গেও বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে।

আগামী ১-২ ঘণ্টার মধ্যে দুর্যোগ-দুর্ভোগ! কলকাতা-সহ এই জেলাগুলির জন্য সতর্কতা
দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস (ফাইল ছবি)

Follow Us

কলকাতা: সকাল থেকেই আকাশের মুখ ভার। মাঝেমধ্যে মেঘের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে সূর্য। তবে রোদ জোরাল নয়। আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather Office) বেলা সাড়ে ১২টার বুলেটিন অনুযায়ী, আগামী ১-২ ঘণ্টার মধ্যে কলকাতা-সহ তিন জেলায় বজ্র বিদ্যুত্-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, বীরভূম, মুর্শিবাদে আগামী ২ ঘণ্টার মধ্যে ঝড়-ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

উত্তরবঙ্গে বৃষ্টি চলছেই। দক্ষিণেও এবার বৃষ্টির ভ্রূকুটি। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ফের বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।

এই বৃষ্টির কারণ?

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, মৌসুমী অক্ষরেখা ক্রমশ দক্ষিণে দিকে সরছে। বিহার থেকে ওড়িশা পর্যন্ত রয়েছে একটি অক্ষরেখা। আর তার জেরেই বাংলায় এই বৃষ্টি। তবে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে।

উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা জারি করা হয়েছে। অতি ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। দার্জিলিং এবং কালিম্পংয়েও অতি ভারী বৃষ্টি হবে আগামী ৪৮ ঘণ্টা। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং জেলায়। রবিবারে দার্জিলিং জেলা ছাড়া আর কোথাও ভারী বৃষ্টির সর্তকতা নেই। তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে উত্তরবঙ্গে।

এবার দক্ষিণবঙ্গের কথায় আসা যাক। দক্ষিণবঙ্গেও বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। প্রায় সব জেলাতেই আকাশ প্রধানত মেঘলা থাকবে। দু-এক জেলায় ভারী বৃষ্টি হবে। আগামী ৪৮ ঘণ্টায় মুর্শিদাবাদ ও বীরভূমে ভারী বৃষ্টি হবে। বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টির সতর্কতা রয়েছে বাকি জেলাগুলিতেও, তবে তা বিক্ষিপ্তভাবে। বাড়ি থেকে বৃষ্টির সময়ে জরুরি কারণ ছাড়া না বেরনোর পরমার্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। বৃষ্টির সময়ে চাষিদের মাঠে কাজ করার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গাছ কিংবা কাঁচা বাড়ির নীচে আশ্রয় নিতে মানা করা হয়েছে।  বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টির সতর্কতা রয়েছে বাকি জেলাগুলিতেও, তবে তা বিক্ষিপ্তভাবে। তবে মত্স্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর এখনই কোনও নিষেধাজ্ঞা নেই।

কলকাতার আকাশ প্রধানত মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৭ শতাংশ। বৃষ্টি হয়েছে ১৩.৪ মিলিমিটার।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, উত্তর-পূর্ব ভারতে বৃষ্টি চলবে । ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে। সিকিম এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় অসম ও মেঘালয়ে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। শনিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে বিহার, উত্তর প্রদেশ এবং উত্তরাখণ্ডেও। রবিবার থেকে উত্তর ও মধ্য ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। আরও পড়ুন: বাতিল ছুটি, 24×7 তথ্যতালাসে স্পেশ্যাল ১০৯! ভোট পরবর্তী হিংসা তদন্তে জারি জেলা সফর

Next Article