বাতিল ছুটি, 24×7 তথ্যতালাসে স্পেশ্যাল ১০৯! ভোট পরবর্তী হিংসা তদন্তে জারি জেলা সফর

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 29, 2021 | 12:10 PM

Post Poll Violence Case: আগামী ৬ সপ্তাহের মধ্যেই একটি রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

বাতিল ছুটি,  24x7 তথ্যতালাসে স্পেশ্যাল ১০৯! ভোট পরবর্তী হিংসা তদন্তে জারি জেলা সফর
তদন্তে সিবিআই, ফাইল চিত্র

Follow Us

কলকাতা: ভোট পরবর্তী হিংসার মামলার তদন্তে তত্পর সিবিআই। নদিয়ার চাপড়া থেকে ধৃতদের আজ আদালতে পেশ করা হবে। ধৃতদের নিজেদের হেফাজতে চাইবে সিবিআই। আজও বিভিন্ন জেলায় আক্রান্তদের সঙ্গে কথা বলবেন তদন্তকারীরা।

শনিবার পর্যন্ত ২১ টি মামলা রুজু করা হয়েছে সিবিআই-এর তরফে। এর মধ্যে ১৫টি রয়েছে খুনের মামলা ও ৬ টি ধর্ষণের মামলা রয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশের পর প্রতিদিনই তদন্তের এক ধাপ করে গতি বাড়াচ্ছে সিবিআই। তদন্তকারীদের ছুটিও বাতিল করে দেওয়া হয়েছে। শনি ও রবিবার ছুটির দিনেও স্পট ভিজিটে যাচ্ছেন তদন্তকারীরা।

প্রত্যেক জেলায় আক্রান্তদের সঙ্গে কথা বলছে সিবিআই। তাঁদের সঙ্গে কথা বলছেন। শনিবারও নদিয়া থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদেরকে আজকে আদালতে পেশ করা হবে। নিজেদের হেফাজতে পাওয়ার আবদেন জানাবেন গোয়েন্দারা। এই ঘটনায় আর কে কে জড়িত, মূল চক্রান্ত কার, তার নাম জানার চেষ্টা করবেন তদন্তকারীরা।

বাকি জেলাগুলিতেও একইভাবে তদন্তের গতি এগোতে চাইছেন গোয়েন্দারা। কোচবিহার, বর্ধমান, হাওড়াতে যাওয়ার সম্ভাবনা রয়েছে সিবিআই-এর। সিবিআই এফআইআর রুজু করার পরই গিয়ে আক্রান্তদের সঙ্গে গিয়ে কথা বলছে। গ্রেফতারি কিংবা ভয়েস রেকর্ডও তার পরই রয়েছে। অর্থাত্ বোঝা যাচ্ছে, মামলা রুজুর পরই এই পদ্ধতিতেই তদন্ত এগোতে চান গোয়েন্দারা।

আগামী ৬ সপ্তাহের মধ্যেই একটি রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। গোয়েন্দারা চাইছেন, এই ৬ সপ্তাহের মধ্যেই যতটা সম্ভব তদন্তে গতি এনে তার প্রাথমিক রিপোর্ট পেশ করতে। সিবিআই সূত্রে খবর, এখনও পর্যন্ত ৮৪টি মামলা রুজু করা হয়েছে। তবে এই সংখ্যাটা ১০০ ছুঁতে পারে। কারণ নথিভুক্ত হয়নি, এমন মামলাও এফআইআর হিসাবে গণ্য করবেন তদন্তকারীরা। ১০৯ জনের স্পেশ্যাল টিম এই মুহূর্তে কলকাতায় রয়েছে। চারটি জোনে ভাগ হয়ে তদন্ত করছে। প্রত্যেকটি জোন থেকে একটি কিংবা দুটি ইউনিট প্রতিদিন স্পট ভিজিটে বেরোচ্ছে। তাঁরা আক্রান্তদের সঙ্গে কথা বলছে। অপর দুটি দল বেস ক্যাম্পে থেকে তদন্তের অনান্য কাজগুলি সেরে রাখছেন।

শনিবারই, হৃদয়পুর গ্রাম পঞ্চায়েতে নিহত বিজেপি কর্মী ধর্ম মণ্ডলের মৃত্যুমামলায় দু’জনকে গ্রেফতার করে পুলিশ। গত ১৪ মে হৃদয়পুরে নিজের বাড়িতেই খুন হন ধর্ম মণ্ডল। অভিযোগ তির ছিল তৃণমূলের দিকে। বাড়িতে ঢুকে ওই বিজেপি কর্মীর উপরে হামলা চালায় দুষ্কৃতীরা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয় চাপড়া গ্রামীণ হাসপাতালে। সেখান থেকে তাঁকে পাঠানো হয় শক্তিনগর জেলা হাসপাতালে। তারপর তাঁকে স্থানান্তরিত করা হয় কলকাতার এনআরএস হাসপাতালে। সেখানেই গত ১৬ মে মৃত্যু হয় ধর্মের।

নদিয়ায় চাপড়ার হৃদয়পুর ছাড়াও ভোট পরবর্তী হিংসায়  মৃত্যু হয় নদিয়ার কোতোয়ালি থানা এলাকার বিজেপি কর্মী পলাশ মণ্ডলের। অভিযোগ, গত ১৪ জুন পলাশ মণ্ডলকে বাড়িতে গুলি করে বোমা মেরে খুন করে দুষ্কৃতীরা। এই ঘটনায় শুক্রবার নিহতের বাড়ির দেওয়ালে বোমা ও গুলি চিহ্ন থেকে নমুনা সংগ্রহ করেন তদন্তকারীরা। আরও পড়ুন: ভোট পরবর্তী হিংসার তদন্তে রাজ্যে প্রথম আটক, সিবিআই-এর জালে নদিয়ার ২

 

Next Article