কলকাতা: ভ্যাপসা গরম, ঘর্মাক্ত পরিবেশ। সকাল থেকেই মেঘলা আকাশ। বৃষ্টির পূর্বাভাস ছিল বটে, তবে তার দেখা মেলেনি। তবে খুশির খবর শোনাল আবহাওয়া দফতর (Weather Update) । আগামী ২ তারিখ থেকে দুই বঙ্গেই শুরু হবে বৃষ্টি।
বেশ কিছুদিন ধরেই গরমে পুড়ছে বাংলা। গলদঘর্ম অবস্থা কলকাতারও। আবহাওয়াবিদরা বলছেন, রেকর্ড গরমের সাক্ষী থাকবে কলকাতা। মার্চ, এপ্রিল থেকেই তার আভাস মিলেছে। গরম বাড়বে উত্তরোত্তর। ২০০৪ ও ২০১০ সালে এ হেন রেকর্ড গরমের সাক্ষী থেকেছে দেশ। এবারও সেই ভয়াবহ অভিজ্ঞতা ফিরতে চলেছে। তবে এরই মধ্যে কিছুটা হলেও স্বস্তির খবর শোনালেন আবহাওয়াবিদরা।
আগামী রবিবার উত্তর ও দক্ষিণ বঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলবে টানা তিন-চার দিন। ৩,৪,৫,৬ অর্থাৎ আগামী বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ বাড়বে। উত্তরবঙ্গে ৩ ও ৪ তারিখ জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারি বৃষ্টির সতর্কত রয়েছে।
আরও পড়ুন: সপ্তাহে তিন দিন বন্ধ থাকবে সমস্ত দোকান-বাজার, ছাড় জরুরি পরিষেবায়
আগামী সোম ও মঙ্গলবার মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনা ভারি বৃষ্টির সর্তকতা রয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গে সব জায়গায় বিক্ষিপ্তভাবে ভারি বৃষ্টি হবে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়াও। এর ফলে গরম অনেকটাই কমে যাবে। আগামী ৫ তারিখ পর্যন্ত তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।