কলকাতা: করোনার (COVID) বাড়বাড়ন্তে কড়া পদক্ষেপ পৌরসভার। সপ্তাহে তিন দিন বন্ধ থাকবে সব দোকানপাট। ছাড় দেওয়া হবে কেবল জরুরি পরিষেবায়। দক্ষিণ দমদম পৌরসভার নাগেরবাজার (Nagerbazar)-সহ বাকি বাজারগুলি সপ্তাহে তিন দিন সম্পূর্ণ বন্ধ থাকছে। সোম, বুধ ও শুক্রবার সম্পূর্ণ বন্ধ থাকবে বাজার, নির্দেশ পৌরসভার।
দক্ষিণ দমদম পৌরসভার পক্ষ থেকে দমদম এবং লেকটাউন থানার সঙ্গে বৈঠকের পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে ভাবে দক্ষিণ দমদম এলাকায় করোনার প্রকোপ বাড়ছে সেই কারণে পুরসভার পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার নাগেরবাজার এলাকা ও বাজার ঘুরে দেখেন পৌরসভার আধিকারিকরা।
দেখা গিয়েছে, বাজারে এসেও মাস্ক পরছেন না অনেকেই। কারোর কানে ঝুলছে মাস্ক, কারোর আবার মাস্ক নাকের নীচে। পৌরসভার প্রশাসক পাঁচু রায় জানিয়েছেন, সমস্ত কিছু দেখার পর দক্ষিণ দমদম পৌরসভার পক্ষ থেকে লেক টাউন থানা এবং দমদম থানার পুলিশের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: ‘প্রথমে পিছিয়ে থাকতে পারি, মন খারাপ করবেন না, চেয়ার ছাড়বেন না’, প্রার্থী-এজেন্টদের মমতা
পরিসংখ্যান বলছে, দৈনিক সংক্রমণে উত্তর ২৪ পরগনা এ দিন কলকাতাকে ছাপিয়ে গিয়েছে। ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৯১২ জন। কলকাতায় আক্রান্তের সংখ্যা ৩৯০১। রাজ্যে মোট আক্রান্ত হয়েছেন ১৭,৪০৩ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮৯ জনের। তাঁদের মধ্যে কলকাতার বাসিন্দা ২৩ জন এবং উত্তর ২৪ পরগনার বাসিন্দা ২১ জন।