ফের বৃষ্টির ভ্রূকুটি! কোন কোন জেলার জন্য সতর্কতা? স্পষ্ট করল আবহাওয়া দফতর

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 18, 2021 | 10:46 AM

Rain Forecast: তবে আবহাওয়াবিদরা বলেছেন, বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।

ফের বৃষ্টির ভ্রূকুটি! কোন কোন জেলার জন্য সতর্কতা? স্পষ্ট করল আবহাওয়া দফতর
ফাইল ছবি

Follow Us

কলকাতা: ফের বৃষ্টির (Rain Forecast) পূর্বাভাস। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গেও হবে প্রবল বৃষ্টি। থাকবে মেঘলা আকাশ। তবে আবহাওয়াবিদরা বলেছেন, বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।

কলকাতায় আজ, বুধবার আংশিক মেঘলা আকাশ থাকবে। দু-এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস । গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৫ শতাংশ। সামান্য বৃষ্টি হয়েছে।

বুধবার আলিপুরদুয়ার. কোচবিহারে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি হতে পারে ২০০ মিলিমিটারের বেশি। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। বুধবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতি ও শুক্রবার কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং নদিয়া জেলায়। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

বৃষ্টির কারণ

মৌসুমী অক্ষরেখা রাঁচি ও ঝার্সুগুডার পর বঙ্গোপসাগরের নিম্নচাপ এলাকা পর্যন্ত বিস্তৃত। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও ওড়িশা উপকূলে নিম্নচাপ সৃষ্টি হয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় নিম্নচাপের অভিমুখ হবে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে। ওড়িশা, ছত্রিশগড় হয়ে এটি মধ্যপ্রদেশের দিকে যাবে। দক্ষিণা বাতাস শক্তিশালী হওয়ায় প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আরও পড়ুন: ‘সি ইজ় কমপ্লিটলি ফাইন, আগের রাতেও বিয়েবাড়িতে হিন্দি গান বাজে….’ কাবুলে আটকে স্ত্রীর অভিজ্ঞতা পুলিশ কর্তার মুখে

 

Next Article