কলকাতা: আগামী তিন থেকে চার দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির (Rain Forecast) সম্ভাবনা নেই। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের (Weather Forecast)।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী কয়েক দিন প্রধানত পরিষ্কার থাকবে আকাশ। দিনের তাপমাত্রা উল্লেখযোগ্য পরিবর্তন হবে না কিন্তু তবে এক ডিগ্রি বাড়তে পারে। মঙ্গলবার থেকে তাপমাত্রা বাড়বে। ৩৫-৩৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে পারদ। বিশেষ করে পশ্চিমের জেলাগুলো যেরকম পুরুলিয়া, বাঁকুড়াতেও পারদ চড়বে।
আরও পড়ুন: ‘কানে শুনতে পান না এমনও অনেককে টিকিট দিয়েছেন মমতা’, আজই পদ্মাসনে ‘অভিমানী’ সোনালি
উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি আলিপুরদুয়ার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী তিন থেকে চারদিন টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টি আর দক্ষিণবঙ্গে গরম। বিপরীত এই ছবিই দেখা যাবে আগামী কয়েকদিনে। এমনটাই জানাল আবহাওয়া দফতর।