বাংলায় আজ আসতে পারেন রাজনাথ সিং

Jan 30, 2021 | 12:25 PM

রাজ্য রাজনীতির 'ভার্টিক্যালে ট্রেন্ডিং' এই সভার গুরুত্ব অপরিসীম। বিজেপি নেতৃত্বও অত্যন্ত তৎপর এই সভা নিয়ে।

বাংলায় আজ আসতে পারেন রাজনাথ সিং
ফাইল ছবি

Follow Us

কলকাতা: দিল্লির ভিভিআইপি (VVIP) জো়নে বিস্ফোরণের জেরে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার বাংলায় আসেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। গতকালই সেকথা জানিয়েছেন বঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। শনিবার বাংলায় আসার কথা রয়েছে রাজনাথ সিং-এর। (Rajnath Singh) এদিন হাওড়ার (Howrah) ডুমুরজলার সভাটি পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ীই হবে।

শনিবার সকালেই ঠাকুরনগরে পৌঁছেছেন কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায়। ঠাকুরনগরে মতুয়াদের সঙ্গে কথা বলবেন তাঁরা।ডুমুরজলা, মায়াপুর, ঠাকুরনগরের সভা পূর্ব নির্ধারিত ছিল। শাসকদলের জার্সি বদল করে একাধিক নেতা ডুমুরজলার সভায় বিজেপিতে যোগ দেওয়ার কথা ছিল।

আরও পড়ুন:  কুয়াশা, মেঘলা আকাশ, আজও দিনভর শীতের আমেজ শহরে

রাজ্য রাজনীতির ‘ভার্টিক্যালে ট্রেন্ডিং’ এই সভার গুরুত্ব ছিল অপরিসীম। তবে আজই দিল্লিতে যাচ্ছেন রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া, প্রবীর ঘোষাল-সহ একাধিক হেভিওয়েট তৃণমূল নেতা। দিল্লিতেই তাঁদের বিজেপিতে যোগদানের সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে।

Next Article