SLST Movement: আজ থেকে ফের রিলে অনশনে এসএলএসটি চাকরিপ্রার্থীরা

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Oct 17, 2021 | 10:32 AM

SLST: এর আগে কালীঘাটে বিক্ষোভ দেখান ওই স্টেট লেভেল সিলেকশন টেস্ট বা এসএলএসটি (SLST) চাকরিপ্রার্থীরা।

SLST Movement: আজ থেকে ফের রিলে অনশনে এসএলএসটি চাকরিপ্রার্থীরা
এসএলএসটি চাকরি প্রার্থীদের অনশন শুরু (ফাইল ছবি)

Follow Us

কলকাতা: চাকরির দাবিতে আজ থেকে ফের রিলে অনশনে ২০১৬ সালের প্রথম স্টেট লেভেস সিলেকশন টেস্ট অর্থাত্ এসএলএসটি-র চাকরিপ্রার্থীরা। চাকরির দাবিতে, গত ৩০ জানুয়ারি থেকে সল্টলেক সেন্ট্রাল পার্কের ৫ নম্বর গেটের সামনে ধর্না ও অনশন করছিলেন এই চাকরিপ্রার্থীরা।

১৮০ দিনেরও বেশিদিন চলে এই ধর্না। পরে ধর্না মঞ্চ তুলে দেওয়া হয়। তবে দিন কয়েক আগে হাইকোর্টের অনুমতি নিয়ে ফের সিটি সেন্টারের কাছে ধর্নায় বসেন তাঁরা। এবার স্থান পরিবর্তন। আজ থেকে শুরু গান্ধীমূর্তির পাদদেশে এসএলএসটি-র নবম দশমের চাকরি প্রার্থীদের রিলে অনশন।

এর আগে কালীঘাটে বিক্ষোভ দেখান ওই স্টেট লেভেল সিলেকশন টেস্ট বা এসএলএসটি (SLST) চাকরিপ্রার্থীরা। বিক্ষোভকারীদের দাবি, ২০১৬ সালে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়ে প্রথম তালিকায় নাম থাকা সত্ত্বেও তাঁরা কেউ চাকরি পাননি। তার প্রেক্ষিতে তাঁরা অনশন করেন। সেই সময় মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতিও দেন। তারপরও চাকরি না মেলায় এই বিক্ষোভ। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে শুয়ে বিক্ষোভ দেখান তাঁরা। বিক্ষোভ চলাকালীন অসুস্থ হয়ে পড়েন এক প্রার্থী। তাঁকে সেসময় হাসপাতালে পাঠানো হয়।

তারও আগে তত্কালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে বিক্ষোভ দেখান এই প্রার্থীরা। নিয়োগে স্বচ্ছতার দাবি তুলে শিক্ষামন্ত্রীর নাকতলার বাড়ির সামনে বিক্ষোভ দেখিয়ে ছিলেন তাঁরা। তাঁদের দাবি ছিল মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও চাকরি মেলেনি। সেই সময় পার্থ চট্টোপাধ্যায় তাঁদের বলেন, যিনি প্রতিশ্রুতি দিয়েছেন তিনি নিশ্চই ব্যবস্থা করবেন। সেই কথা মাথায় রেখেই কালীঘাটে যান বিক্ষোভকারীরা। কিন্তু সেখানেও পরিস্থিতি আরও জটিল হয়।

সল্টলেকে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালাচ্ছেন এসএলএসটি চাকরিপ্রার্থীরা। আন্দোলনকারীদের বক্তব্য, ২০১৬ সালের তাঁদের যে ওয়েটিং লিস্ট প্রকাশিত হয়, তাতে স্বচ্ছতার অভাব রয়েছে। তাঁদের অভিযোগ, মেধাতালিকায় প্রথমদিকের নাম বাদ দিয়ে পিছন দিক থেকে নিয়োগ করা হয়েছে। প্রকৃত যোগ্যরা এর জেরে বঞ্চিত হচ্ছেন, বক্তব্য তাঁদের। এর আগে প্রেস ক্লাবের সামনে অবস্থান বিক্ষোভ করেন এসএলএসটি প্রার্থীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মঞ্চে গিয়ে আশ্বাস দেন। তাঁদের দাবিগুলি খতিয়ে দেখার ক্ষেত্রে সদর্থক ভূমিকা নেওয়ার কথাও জানান। কিন্তু তারপর প্রায় দু’ বছর কেটে গেলেও পরিস্থিতি বদলায়নি বলে দাবি আন্দোলনকারীদের।

এখনও পরিস্থিতি জটিল। ফের রিলে অনশনে সামিল হলেন চাকরিপ্রার্থীরা।

আরও পড়ুন: Weather Update: ফের নিম্নচাপ, তবে প্রবল ঝড়বৃষ্টির সতর্কতা বেছে বেছে কেবল এই জেলাগুলির জন্যই…

আরও পড়ুন: Wife murders Husband: ‘ওর সম্পর্ক আসলে দেওরের সঙ্গেই, আমি তো ঢাল’, ভাঙড় খুনে আত্মসমর্পণ ‘তৃতীয় ব্যক্তির’

Next Article