স্ট্র্যান্ড রোডের অভিশপ্ত বাড়িতে ঝলসে মৃত্যু হয়েছে ৭ জনের, বাকি ২ জনের শ্বাস আটকেছে বন্ধ লিফটে!

Mar 09, 2021 | 7:10 PM

স্ট্র্যান্ড রোডের বিপর্যয়ে (Strand Road Fire) প্রকাশ্যে এল ময়নাতদন্তের রিপোর্ট।

স্ট্র্যান্ড রোডের অভিশপ্ত বাড়িতে ঝলসে মৃত্যু হয়েছে ৭ জনের, বাকি ২ জনের শ্বাস আটকেছে বন্ধ লিফটে!
নিজস্ব চিত্র

Follow Us

কলকাতা: স্ট্র্যান্ড রোডের অভিশপ্ত বহুতলে (Strand Road Fire) আগুনে ঝলসে মৃত্যু হয়েছে সাত জনের। বাকি দুজনের কার্বন মনোক্সাইডে মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে এমনটাই জানা গিয়েছে।

জানা গিয়েছে, ৭ টি দেহ ১৩ তলার সামনের দিকে লিফটের দরজা টপকে মেঝেতে পড়েছিল। ২টো দেহ পিছনের দিকের একটি লিফটের মধ্যেই পড়েছিল। পুলিশ লিফটের দরজা খুলে দেহ উদ্ধার করে। পুলিশ মনে করছে লিফট আটকে গিয়েছিল। লিফটের মধ্যে আটকে মৃত্যু হয়েছে শ্রবণ পাণ্ডে ও পার্থসারাথী মন্ডলের। বাকি দমকল কর্মীরা লিফটের সামনেই আগুনে ঝলসে গিয়েছেন।

লিফটের সামনেই পড়েছিল ঝলসে যাওয়া দেহগুলি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৯ জনের। এই তালিকায় রয়েছেন, রেলের ডেপুটি চিফ কমার্শিয়াল ম্যানেজার পার্থসারথি মণ্ডল, তাঁর নিরাপত্তারক্ষী আরপিএফ কনস্টেবল সঞ্জয় সাহানি, দমকল আধিকারিক গিরিশ দে ও তিন দমকল কর্মী গৌরব বেজ, অনিরুদ্ধ জানা, বিমান পুরকায়েত, হেয়ার স্ট্রিট থানার এএসআই অমিত ভাওয়াল ও রেল কর্মী সারান পান্ডে।

আরও পড়ুন: সার্ভার রুমের তার ‘ওভারহিট’ হয়েই বিপর্যয়, স্ট্র্যান্ড রোডের আগুনে গঠিত হল সিট

স্ট্র্যান্ড রোডের আগুনের তদন্তে এবার গঠিত হল সিট। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, কয়লাঘাটার রেলের অফিসে প্রথমে সার্ভার রুমে আগুন লাগে। তার ওভারহিট হয়েই আগুন লাগে বলে অনুমান। ওই রুমের এ রকম একাধিক জায়গায় আগুন লেগে থাকতে পারে। তাই নিশ্চিত হতে বুধবার আবার ফরেনসিক যাবে।

Next Article