সার্ভার রুমের তার ‘ওভারহিট’ হয়েই বিপর্যয়, স্ট্র্যান্ড রোডের আগুনে গঠিত হল সিট

সার্ভার রুমের একাধিক জায়গায় আগুন লেগে থাকতে পারে বলে অনুমান। স্ট্র্যান্ড রোডের আগুনে গঠিত হল সিট (Strand Road Fire)

সার্ভার রুমের তার 'ওভারহিট' হয়েই বিপর্যয়, স্ট্র্যান্ড রোডের আগুনে গঠিত হল সিট
স্ট্র্যান্ড রোডের আগুনের তদন্তে সিট
Follow Us:
| Updated on: Mar 09, 2021 | 7:10 PM

কলকাতা: স্ট্র্যান্ড রোডের আগুনের তদন্তে (Strand Road Fire) এবার গঠিত হল সিট। সাত জনের নেতৃত্বে গঠিত সিট এবার এই অগ্নিকাণ্ডের তদন্ত করবে। মঙ্গলবারই ফরেনসিক টিম ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে।

আপাতত প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, কয়লাঘাটার রেলের অফিসে প্রথমে সার্ভার রুমে আগুন লাগে। তার ওভারহিট হয়েই আগুন লাগে বলে অনুমান। ওই রুমের বেশ কয়েকটি তারের একাধিক জায়গায় আগুন লেগে থাকতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। তাই নিশ্চিত হতে বুধবার আবার ফরেনসিক টিম যাবে অকুস্থলে। স্ট্র্যান্ড রোডের বিপর্যয়ে ময়নাতদন্তের রিপোর্টও হাতে পেয়েছেন তদন্তকারীরা। তাতে দেখা যাচ্ছে,  আগুনে ঝলসে মৃত্যু হয়েছে সাত জনের। বাকি দুজনের মৃত্যু হয়েছে কার্বন মনোক্সাইড গ্যাসেও।

এদিকে, স্ট্র্যান্ড রোডের ঘটনায় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে কেন্দ্র রাজ্য দড়ি টানাটানি। হেয়ার স্ট্রিট থানায় (Harestreet Police Station) অভিযোগ দায়ের করল দমকল। ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিসেস অ্যাক্টের 11c ধারায় মামলা রুজু করা হয়েছে। বহুতল বিল্ডিংয়ের উপযুক্ত অগ্নি নির্বাপণ ব্যবস্থা লঙ্ঘন করা হয়েছে, এই অভিযোগে মামলা দায়ের হয়েছে।

আরও পড়ুন: স্ট্র্যান্ড রোডের আগুনে কেন্দ্র-রাজ্য সংঘাত! ঘুরপথে রেলের বিরুদ্ধেই মামলা দায়ের দমকলের

তবে একটি বিষয় লক্ষ্যণীয় দমকল রেলের বিরুদ্ধে সরাসরি অভিযোগ দায়ের না করে বিল্ডিংয়ের মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। কিন্তু বহুতলের বাইরে টানানো বোর্ডে স্পষ্ট উল্লেখ, এই বহুতলের মালিক ভারতীয় রেল। অর্থাৎ রেলের বিরুদ্ধেই ঘুরপথে মামলা দায়ের করল দমকল।