ভোটের আগে গ্রেফতার নয় ভারতীকে, সুপ্রিম নির্দেশে স্বস্তিতে বিজেপি
গত লোকসভা ভোটের সময় ভারতীর বিরুদ্ধে মারধরের অভিযোগে সম্প্রতি পরোয়ানা জারি করেছিল রাজ্য পুলিশ। সুপ্রিম নির্দেশে সাময়িক স্বস্তিতে ডেবরার বিজেপি প্রার্থী
কলকাতা: ডেবরার বিজেপি প্রার্থী ভারতী ঘোষের বিরুদ্ধে তিন মাস কোনও ব্যবস্থা নিতে পারবে না পশ্চিমবঙ্গ পুলিশ। ভোটের আগে সুপ্রিম কোর্টের নির্দেশে সাময়িক স্বস্তি পেলেন বিজেপি প্রার্থী।
এদিন সুপ্রিম কোর্টের নির্দেশ, বিধানসভা নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ভারতীর বিরুদ্ধে কোনও জবরদস্তিমূলক পদক্ষেপ করতে পারবে না পশ্চিমবঙ্গ পুলিশ। একুশের নির্বাচনে (West Bengal Election 2021) পশ্চিম মেদিনীপুরের ডেবরা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছেন প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ। ওই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী আর এক প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীর। এই হাইভোল্টেজ লড়াইয়ের আগে শীর্ষ আদালতের নির্দেশে আপাতত স্বস্তিতে ভারতী।
একসময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ আইপিএস অফিসার ভারতী ঘোষ ২০১৮ সাতে গেরুয়া শিবিরে নাম লেখান। এর পর ‘১৯-এর লোকসভা ভোটে ঘাটাল কেন্দ্র থেকে তৃণমূলের তারকা প্রার্থী দেবের বিরুদ্ধে বিজেপির টিকিটে লড়ে হেরে যান ভারতী। সেই নির্বাচনকালে ১২ মে ভারতীর বিরুদ্ধে খুনের চেষ্টা সহ একাধিক ধারায় কেসপুর থানায় একটি এফআইআর দায়ের হয়। ভারতী পাল্টা অভিযোগ করেন তৃণমূলের দুষ্কৃতীরা তাঁর ও কর্মীদের উপর হামলা চালিয়েছিল। কিন্তু রাজ্য পুলিশ শাসক দলের অনুগামীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি।
আরও পড়ুন: ‘হিন্দু দেবতাকে অপমান করেছেন, বিবেকানন্দকে মালা পরাতে পারবেন না সায়নী’
এই প্রেক্ষিতে ভারতী আদালতে জানিয়েছিলেন তিনি রাজনীতিতে যোগ দেওয়ার পর পুলিশ ১০ টি মামলা রুজু করেছে। এখন সেই মামলার সংখ্যা বেড়ে হয়েছে ৩০। তার মধ্যে একটি মামলায় ভারতীর বিরুদ্ধে অভিযোগ, গত লোকসভা ভোটের সময় তিনি একজনকে শারীরিক হেনস্থা করেন। বিধানসভা ভোটের মুখে আচমকাই তাঁর বিরুদ্ধে পরোয়ানা জারি করে রাজ্য পুলিশ। অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে সংশ্লিষ্ট মামলা থেকে সাময়িক স্বস্তি পেলেন ভারতী। তাঁর গ্রেফতারিতে স্থগিতাদেশের জন্য নিম্ন আদালতে ভারতীকে আবেদন করতে বলে শীর্ষ আদালত।