নিঃস্ব সুদীপ্ত সেন! সংসারে নুন আনতে পানতা ফুরোয়, ৩০ হাজার টাকার জন্য জামিন পাচ্ছেন না সারদাকর্তা

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 27, 2021 | 2:22 PM

Sudipta Sen: "আট বছর ধরে হাজতবাস করছেন সুদীপ্ত সেন। একাধিক মামলাতে জামিনও পেয়েছেন। কিন্তু আদালতের শর্ত অনুযায়ী ব্যক্তিগত বন্ডে ৩০ হাজার টাকা জমা করতে পারেননি তিনি।"

নিঃস্ব সুদীপ্ত সেন! সংসারে নুন আনতে পানতা ফুরোয়, ৩০ হাজার টাকার জন্য জামিন পাচ্ছেন না সারদাকর্তা
'নিঃস্ব সুদীপ্ত'

Follow Us

কলকাতা: একটা সময়ে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে তাঁর হাত দিয়ে। কিন্তু তাঁর কাছে নেই হাজার তিরিশেক টাকাও! দুই স্ত্রী-সন্তানদের সংসারে টাকা ফুরোয় চাল-নুন কেনার গার্হস্থ্য অনুশাসনেই। এখন কেমন আছেন সারদা কর্তা সুদীপ্ত সেন (Sudipta Sen)? তাঁর আইনজীবী সমীর দাসের দাবিতে চাঞ্চল্য কর তথ্য।

সিবিআইয়ের মোট চারটি মামলার মধ্যে তিনটিতে আগেই জামিন পেয়ে গিয়েছেন সুদীপ্ত সেন। সারদাকর্তার আইনজীবী সমীর দাস বলেন, “আট বছর ধরে হাজতবাস করছেন সুদীপ্ত সেন। একাধিক মামলাতে জামিনও পেয়েছেন। কিন্তু আদালতের শর্ত অনুযায়ী ব্যক্তিগত বন্ডে ৩০ হাজার টাকা জমা করতে পারেননি তিনি। তাই আজও হাজতেই রয়েছেন সুদীপ্ত সেন।”

আইনজীবী সমীরবাবু আরও জানান, বর্তমানের সুদীপ্ত সেনের দুই স্ত্রী ও সন্তানরাও চরম আর্থিক অনটনে রয়েছে। মেয়ে ও ছেলে ছোট কাজ করে সংসার চালানোর চেষ্টা করছেন। সুদীপ্ত সেনের আত্মীয়রাও এখন আর তাঁর সঙ্গে যোগাযোগ রাখেন নি। কোনও তরফেই কোনও সাহায্য পান না তিনি।

তবে প্রশ্ন আদালতে এত বছর ধরে কীভাবে মামলা চালাচ্ছেন সুদীপ্ত সেন?
উত্তরে সুদীপ্ত সেনের আইনজীবী সমীর দাসের বক্তব্য, “আমার সঙ্গে সুদীপ্ত সেনের পরিচয় ১৯৮০। সম্পর্কটা অন্যরকম। ওঁর সব মামলাই আমি দেখি।”

আদালত সূত্রে জানা গিয়েছে, সারদা কাণ্ডে বাংলায় সিবিআইয়ের দায়ের করা দুটি মামলা আলিপুরের অতিরিক্ত বিচার বিভাগীয় আদালতে বিচারাধীন। একটি মামলা বিধাননগর আদালতে, ব্যাঙ্কশাল মুখ্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে চলছে চতুর্থ মামলা। সুদীপ্ত সেনের আইনজীবীর দাবি, প্রথম তিনটি মামলায় তাঁর জামিন হয়েছে। কিন্তু বছর কেটে গেলেও ব্যক্তিগত বন্ডের টাকা আদালতে দিতে পারেননি সুদীপ্ত সেন। তিনি বর্তমানে নিঃস্ব। আর তাতেই হাজত থেকে বেরোতে পারেননি তিনি।

কাঁচা-পাকা দাড়ি উসকো-খুসকো চুল, চোয়াল ভাঙা গালে সুদীপ্ত সেনের চেহারা এখন ফ্যাকাসে। বিধ্বস্ত সুদীপ্ত এখন নিঃস্ব। জেলেই কি কাটাতে হবে বাকি দিনগুলো? আইনজীবীর উত্তরে তা অধরা। আরও পড়ুন: UK-এর বাসিন্দাদের ফোন, ব্রিটিশ অ্যাকসেন্টে অনর্গল কথা, ফাঁকেই উধাও লক্ষ লক্ষ টাকা! পার্ক সার্কাসে ভুয়ো কল সেন্টার

Next Article