DogNapping: বাড়িতে পোষ্য আছে? সাবধান হোন… শহরে নেমেছে নতুন চক্র

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Feb 08, 2022 | 9:00 PM

DogNapping: সরস্বতী পুজোর দিন সকালবেলা ঘোষ বাড়ির সদর দরজার সামনে খেলা করছিল ছটফটে মিষ্টি রিও। এই বাড়িতে আট বছর ধরে আছে রিও।

Follow Us

কলকাতা: শহরে নতুন অপরাধ চক্রের হদিশ। বাড়ির সামনে থেকে পোষ্য চুরি করে চম্পট দিল দুই দুষ্কৃতী। সরস্বতী পুজোর দিন সকালে ঠাকুরপুকুর দাস পাড়ার বাসিন্দা ঘোষ পরিবারের দরজায় খেলছিল পোষ্য গোল্ডেন রিট্রিভার (Golden Retriever) রিও। অভিযোগ, দুই বাইক আরোহী আদর করার ছলে গোল্ডেন রিট্রিভারকে নিয়ে চম্পট দেয়। এক প্রতিবেশীর ক্লোজ সার্কিট ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি। বাইকে একজন ছেলে, একজন মেয়ে ছিলেন। ওই পরিবারের সদস্য দেবলীনা ঘোষের অভিযোগ, কোভিডের সময় ‘ডগন্যাপিং’ নামে এক ধরনের অপরাধ যে হচ্ছে ইন্টারনেটে সেই তথ্য রয়েছে। এটিও সে ধরনের ঘটনা বলেই দাবি তাঁদের। একইসঙ্গে ঘোষ পরিবারের সদস্যদের অভিযোগ, হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করা হলেও পুলিশ রিওর খোঁজে সক্রিয় হচ্ছে না। এক প্রতিবেশীর সিসি ক্যামেরায় রিওকে নিয়ে যাওয়ার ফুটেজ জমা দেওয়ার পরও পুলিশ নিষ্ক্রিয় বলে অভিযোগ তুলেছেন তাঁরা।

ঘোষ বাড়িতে আট বছর ধরে আছে রিও। বাড়ির সকলের আদরের ও। সকলেরই চোখের মণি। সরস্বতী পুজোর দিন সকালবেলা বাড়ির সদর দরজার সামনে খেলা করছিল ছটফটে মিষ্টি রিও। সেই সময় মোফেট বাইক চালিয়ে আসেন একটি ছেলে। পিছনে একটি মেয়ে বসেছিলেন। অভিযোগ, বাড়ির সামনে রিওকে দেখে বাইক থামান চালক। এরপরই গোল্ডেন রিট্রিভারটিকে আদর করার নামে তুলে নিয়ে চলে যান। ঠাকুরপুকুর হয়ে জেমস লং সরণির দিকে যে রাস্তা সেদিকেই যায় বাইকটি।

প্রত্যক্ষদর্শীদের কথায়, প্রথমে রিওর মাথায় হাত বুলিয়ে আদর করেন ওই দু’জন। এক হাতে তাকে তোলার চেষ্টাও করে। কিন্তু তা সম্ভব হয়নি। এরপরই আদরে ভুলিয়ে তুলে নিয়ে পালায় রিওকে। দেবলীনা ঘোষ বলেন, “আমরা বারবার সিসিক্যামেরা জুম করে, ক্লোজ করে দেখেছি। আমরা দেখলাম রিওকে শালের ভিতর জড়িয়ে নিয়ে বাইকে উঠল। রিওর মুখটা বেরিয়ে রয়েছে। ফুটেজটা নিয়ে আমরা পুলিশকেও দেখাই।”

ঘোষ বাড়ির সদস্যদের চিন্তা, এভাবে যাঁরা নিরাপদ আশ্রয় থেকে অবলা জীবকে তুলে নিয়ে যেতে পারে, তাঁরা আদৌ রিওকে চারদিন ধরে খেতে দিয়েছেন কি না। তা ছাড়া ঘোষবাড়ির সদস্যরা জানান, রিও সব খাবার খায় না। নিজে নিয়ে খাওয়ায়ও খুব অরুচি। ওকে মাংস হাতে করে তুলে দিলে তবে খায়। রাতে খাট কিংবা সোফা ছাড়া মোটে ঘুম হয়না আদুরে রিওর। চারদিন ধরে কী করছে ভেবেই চোখ ঝাপসা হয়ে যাচ্ছে দেবলীনাদের। গলার কাছে দলা পাকিয়ে উঠছে কান্না।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

কলকাতা: শহরে নতুন অপরাধ চক্রের হদিশ। বাড়ির সামনে থেকে পোষ্য চুরি করে চম্পট দিল দুই দুষ্কৃতী। সরস্বতী পুজোর দিন সকালে ঠাকুরপুকুর দাস পাড়ার বাসিন্দা ঘোষ পরিবারের দরজায় খেলছিল পোষ্য গোল্ডেন রিট্রিভার (Golden Retriever) রিও। অভিযোগ, দুই বাইক আরোহী আদর করার ছলে গোল্ডেন রিট্রিভারকে নিয়ে চম্পট দেয়। এক প্রতিবেশীর ক্লোজ সার্কিট ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি। বাইকে একজন ছেলে, একজন মেয়ে ছিলেন। ওই পরিবারের সদস্য দেবলীনা ঘোষের অভিযোগ, কোভিডের সময় ‘ডগন্যাপিং’ নামে এক ধরনের অপরাধ যে হচ্ছে ইন্টারনেটে সেই তথ্য রয়েছে। এটিও সে ধরনের ঘটনা বলেই দাবি তাঁদের। একইসঙ্গে ঘোষ পরিবারের সদস্যদের অভিযোগ, হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করা হলেও পুলিশ রিওর খোঁজে সক্রিয় হচ্ছে না। এক প্রতিবেশীর সিসি ক্যামেরায় রিওকে নিয়ে যাওয়ার ফুটেজ জমা দেওয়ার পরও পুলিশ নিষ্ক্রিয় বলে অভিযোগ তুলেছেন তাঁরা।

ঘোষ বাড়িতে আট বছর ধরে আছে রিও। বাড়ির সকলের আদরের ও। সকলেরই চোখের মণি। সরস্বতী পুজোর দিন সকালবেলা বাড়ির সদর দরজার সামনে খেলা করছিল ছটফটে মিষ্টি রিও। সেই সময় মোফেট বাইক চালিয়ে আসেন একটি ছেলে। পিছনে একটি মেয়ে বসেছিলেন। অভিযোগ, বাড়ির সামনে রিওকে দেখে বাইক থামান চালক। এরপরই গোল্ডেন রিট্রিভারটিকে আদর করার নামে তুলে নিয়ে চলে যান। ঠাকুরপুকুর হয়ে জেমস লং সরণির দিকে যে রাস্তা সেদিকেই যায় বাইকটি।

প্রত্যক্ষদর্শীদের কথায়, প্রথমে রিওর মাথায় হাত বুলিয়ে আদর করেন ওই দু’জন। এক হাতে তাকে তোলার চেষ্টাও করে। কিন্তু তা সম্ভব হয়নি। এরপরই আদরে ভুলিয়ে তুলে নিয়ে পালায় রিওকে। দেবলীনা ঘোষ বলেন, “আমরা বারবার সিসিক্যামেরা জুম করে, ক্লোজ করে দেখেছি। আমরা দেখলাম রিওকে শালের ভিতর জড়িয়ে নিয়ে বাইকে উঠল। রিওর মুখটা বেরিয়ে রয়েছে। ফুটেজটা নিয়ে আমরা পুলিশকেও দেখাই।”

ঘোষ বাড়ির সদস্যদের চিন্তা, এভাবে যাঁরা নিরাপদ আশ্রয় থেকে অবলা জীবকে তুলে নিয়ে যেতে পারে, তাঁরা আদৌ রিওকে চারদিন ধরে খেতে দিয়েছেন কি না। তা ছাড়া ঘোষবাড়ির সদস্যরা জানান, রিও সব খাবার খায় না। নিজে নিয়ে খাওয়ায়ও খুব অরুচি। ওকে মাংস হাতে করে তুলে দিলে তবে খায়। রাতে খাট কিংবা সোফা ছাড়া মোটে ঘুম হয়না আদুরে রিওর। চারদিন ধরে কী করছে ভেবেই চোখ ঝাপসা হয়ে যাচ্ছে দেবলীনাদের। গলার কাছে দলা পাকিয়ে উঠছে কান্না।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

Next Article