কলকাতা: ময়দানের মাঠ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কী, তা খতিয়ে দেখতে কমিটি গড়ে দিল হাইকোর্ট। ময়দানে যত্রতত্র নোংরা ফেলা, সবুজ ধ্বংস, বেআইনি পার্কিং নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।
নিজের কাজে বেড়িয়ে ফিরে আসছিলেন হাইকোর্টে। হঠাৎ স্তূপাকার কাগজ, যত্রতত্র নোংরা দেখে রীতিমতো বিরক্ত হন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। সবচেয়ে অবাক হন রেড রোডের পাশে জঞ্জাল দেখে। বিরক্ত হয়ে বিচারপতি অতিরিক্ত সলিসিটর জেনারেল ও অ্যাডভোকেট জেনারেলকে জানিয়ে স্বতঃপ্রণোদিত মামলা করছে হাইকোর্ট।
এদিন অতিরিক্ত সলিসিটর জেনারেল ওয়াইজে দস্তুর ও সরকারি আইনজীবী কিশোর দত্তকে নিয়ে একটি কমিটি গড়ে দেন। আর্মি ও রাজ্যের সঙ্গে কথা বলে ময়দানের মাঠ রক্ষণাবেক্ষণ ও ভবিষ্যতে ময়দান নিয়ে কী ধরনের পরিকল্পনা হতে পারে তা নিয়ে রিপোর্ট দেবে এই কমিটি।
আরও পড়ুন: আমাকে বিশ্বভারতী কোনও আমন্ত্রণ জানায়নি, নবান্নে মুখ খুললেন মমতা
শুধু জঞ্জাল ফেলাই নয়, মাঠের মধ্যে যেভাবে বেআইনি পার্কিং করা হয়, রাস্তাগুলি জুড়ে গাড়ি দাঁড়িয়ে থাকে তা নিয়েও বেজায় ক্ষুব্ধ ছিল হাইকোর্ট। তবে মামলার পর পুলিস যেভাবে কাজ করেছে তাতে সন্তুষ্ট কোর্ট।