লক্ষ্য সোনার বাংলা! বিজেপি শিক্ষক সেলের মিছিল রুখতে জলকামান নিয়ে হাজির পুলিস

Jan 18, 2021 | 2:09 PM

জাতীয় শিক্ষানীতি অনুসারে এরাজ্যেও প্রাক প্রাথমিক সরকারি শিক্ষাব্যবস্থা চালু করা, রাজ্যের সমস্ত শিক্ষকদের কেন্দ্রীয় হারে বেতন বৃদ্ধি, শিক্ষক নিয়োগ, বেকারত্ব দূরীকরণ-সহ একাধিক দাবিতে সোমবার পথে নামে বিজেপির শিক্ষক সেল।

লক্ষ্য সোনার বাংলা! বিজেপি শিক্ষক সেলের মিছিল রুখতে জলকামান নিয়ে হাজির পুলিস
ব্যারিকেড ভাঙার চেষ্টা

Follow Us

কলকাতা: লক্ষ্য সোনার বাংলা গড়া! এই ডাক নিয়েই সোমবার রাজপথে নামে বিজেপির শিক্ষক সেল। নেতৃত্বে বিজেপি নেতা শমিক ভট্টাচার্য। অপ্রীতিকর ব্যবস্থা এড়াতে কড়া তৎপরতা কলকাতা পুলিসের। ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা শিক্ষক সেলের কর্মীদের (BJP Teachers Cell)। রাস্তার ওপর বসে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা।

জাতীয় শিক্ষানীতি অনুসারে এরাজ্যেও প্রাক প্রাথমিক সরকারি শিক্ষাব্যবস্থা চালু করা, রাজ্যের সমস্ত শিক্ষকদের কেন্দ্রীয় হারে বেতন বৃদ্ধি, শিক্ষক নিয়োগ, বেকারত্ব দূরীকরণ-সহ একাধিক দাবিতে সোমবার পথে নামে বিজেপির শিক্ষক সেল। তাঁরা রুণাময়ী থেকে মিছিল শুরু করে। আগে থেকে এলাকায় মোতায়েন ছিল কলকাতা পুলিসের প্রচুর কর্মী। ছিল জলকামানেরও ব্যবস্থা।

মিছিল এগোতেই রুখে দাঁড়ায় পুলিস। ময়ূখ ভবনের সামনে ব্যারিকেড ভেঙে এগিয়ে চলার চেষ্টা করেন শিক্ষক সেলের কর্মীরা। পুলিসের সঙ্গে সাময়িক ধস্তাধস্তি হয়। উত্তেজনা ছড়ায় এলাকায়। পরে পুলিস নিয়ন্ত্রণে আসে। এরপর রাস্তার ওপর বসে পড়েই বিক্ষোভ দেখাতে শুরু করেন শিক্ষক সেলের কর্মীরা।

আরও পড়ুন: রোজভ্যালি মামলায় শুভ্রা কুণ্ডুকে সঙ্গে নিয়েই তল্লাশি, লকার খুলতে আনা হতে পারে কলকাতায়

শমীক ভট্টাচার্য বলেন, “সমাজ গড়ার কারিগর হলেন শিক্ষকরা। তাঁঁরা অবহেলিত হচ্ছেন। আমাদের দাবি মানতে হবে। তা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামব আমরা।”

Next Article