AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMCP: তৃণমূল ছাত্র পরিষদের কমিটি থেকে বাদ সুপ্রিয় চন্দ, ফেসবুকে লিখলেন ‘Thank You’

TMCP: একাধিক জেলাতে সভাপতি পদে বদল করা হয়েছে। শিলিগুড়িতে ছাত্র সংগঠনের জেলা সভাপতি বদল ঘিরে প্রবল অসন্তোষ।

TMCP: তৃণমূল ছাত্র পরিষদের কমিটি থেকে বাদ সুপ্রিয় চন্দ, ফেসবুকে লিখলেন 'Thank You'
সুপ্রিয় চন্দ।
| Edited By: | Updated on: Mar 21, 2023 | 8:27 AM
Share

কলকাতা: তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য কমিটি, জেলা সভাপতিদের নাম ঘোষণা করা হল। সোমবার এই কমিটির ঘোষণা করা হয়। এআইটিসি (AITC)-এর টুইটার হ্যান্ডেলে এ সংক্রান্ত একটি পোস্ট করা হয়। সেখানে বলা হয়, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে ও অনুপ্রেরণায় এআইটিসি তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য কমিটি ও তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতিদের নাম ঘোষণা করল।’ প্রেসিডেন্ট পদে কোনও বদল আসেনি। তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য কমিটির সভাপতি হিসাবে রয়েছেন তৃণাঙ্কুর ভট্টাচার্যই। জয়া দত্তরও পদে বদল আসেনি। তিনি চেয়ার পার্সন হিসাবেই থাকছেন। ৯ জন সহ সভাপতি, ১৫ জন সাধারণ সম্পাদক এবং ১১ জন সম্পাদকের নামও ঘোষণা করা হয়েছে। রয়েছেন ২৯ জন কার্যনির্বাহী সদস্যও। তবে কমিটিতে জায়গা হয়নি সুপ্রিয় চন্দের।

এই কমিটি ঘোষণার পরই অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি ফেসবুক পোস্ট করেন সুপ্রিয়। লেখেন, ‘থ্যাঙ্ক ইউ’। সুপ্রিয় চন্দের সেই পোস্টের নিচে কেউ লেখেন, ‘তোমার জন্য অন্য বড় কিছু অপেক্ষা করছে দাদা’, কেউ লেখেন, ‘পাশে আছি দাদা ছিলাম থাকব’।

যদিও এই পোস্ট নিয়ে সুপ্রিয় চন্দকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “একটা কমিটি হয়েছে। একাধিক বিষয় উঠে এসেছে। সেখানেই আমি সার্বিকভাবে একটা ধন্যবাদ জানিয়েছি।” আগেরবার কমিটিতে ছিলেন সুপ্রিয়। এবার তাঁর নাম বাদ পড়া প্রসঙ্গে তিনি বলেন, “দলের সিদ্ধান্ত। কারও ব্যক্তিগত সন্তুষ্টি, অসন্তোষ নিয়ে দল চলে না। একটা গঠনতন্ত্র মেনে চলে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার এখনও আস্থা ভরসা আছে। আগামীতেও থাকবে বলে আশা রাখি। একইসঙ্গে কমিটি যারা এসেছে, তারা ভাল কাজ করবে বলেই আমি আশাবাদী। আগের কমিটিতে আমি ছিলাম। আমি খুব অল্প বয়সেই দলের কাছ থেকে অনেক গুরুদায়িত্ব পেয়েছি। আমি তো মনে করি আমি খুবই ভাগ্যবান।”

একাধিক জেলাতে সভাপতি পদে বদল করা হয়েছে। শিলিগুড়িতে ছাত্র সংগঠনের জেলা সভাপতি বদল ঘিরে প্রবল অসন্তোষ। বাগডোগরা কলেজের এক অস্থায়ী কর্মীকে ছাত্র সভাপতি করা হয় শিলিগুড়িতে। জলপাইগুড়ি জেলায় তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি বদল। আগে জেলা সভাপতি ছিলেন অভিজিৎ সিনহা। নতুন জেলা সভাপতি হলেন গৌরব ঘোষ। হাওড়া সদরের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ছিলেন তুফান ঘোষ। বদল হয়ে নতুন সভাপতির দায়িত্ব এলেন সৌগত হাইত। উত্তর দিনাজপুরে অনুপ করের জায়গায় এসেছেন রন্তু দাস। সূত্রের খবর, নতুন জেলা সভাপতি বিধায়ক কৃষ্ণ কল্যাণী ঘনিষ্ঠ।