২ দিনে বাড়ল ১০ শতাংশ দাম! আচমকা ঠিক কী কারণে আগামী সপ্তাহ থেকে সবজির দাম আরও বাড়ার আশঙ্কা?

একে করোনার বিধি নিষেধ, তার ওপর ইয়াস। দুইয়ের জেরে আগুন সবজির বাজার (Vegetable Market Price Hike)। ইয়াসের ধাক্কায় চাষের ক্ষতি হওয়ায় কাঁচা আনাজের দাম বাড়তে শুরু করেছে হু হু করে।

২ দিনে বাড়ল ১০ শতাংশ দাম!  আচমকা ঠিক কী কারণে আগামী সপ্তাহ থেকে সবজির দাম আরও বাড়ার আশঙ্কা?
ফাইল ছবি
Follow Us:
| Updated on: Jun 04, 2021 | 10:09 AM

কলকাতা: একে করোনার বিধি নিষেধ, তার ওপর ইয়াস। দুইয়ের জেরে আগুন সবজির বাজার (Vegetable Market Price Hike)। ইয়াসের ধাক্কায় চাষের ক্ষতি হওয়ায় কাঁচা আনাজের দাম বাড়তে শুরু করেছে হু হু করে। অন্যদিকে, করোনার বিধি নিষেধের জেরে আনাজ পাতিও বাজারে ঠিক মতো আসছে না। সবমিলিয়ে পাইকারি ও খুচরো বাজারে সবজির দাম চড়া। অতঃপর অর্ধেক থলে, খালি পকেট!

গড়িয়াহাট, লেকমার্কেট, মানিকতলা- সব বাজারই অগ্নিমূল্য। কোথাও ৫-১০টাকা বেশি, কোথাও কম! কিন্তু গড়ে সব বাজারেই সবজির রেট যাচ্ছে একই রকম। বাঙালির হেঁসেলে এখন বেহাল দশা।

এক নজরে দেখে নেওয়া যাক বৃহস্পতিবার কলকাতার বাজারে সবজির কেজি প্রতি দর কত?

♦ গড়িয়াহাট বাজার ♦ উচ্ছে ৮০ টাকা কেজি, ♦ ঢেঁড়শ ৪০ টাকা কেজি ♦ লেক মার্কেটে উচ্ছে ৮৫ টাকা কেজি ♦ ঢেঁড়শ ৪০ টাকা কেজি ♦ ক্যাপ্সিকাম ৮০ টাকা কেজি ♦ টমেটো ৪০ টাকা কেজি ♦ ধনেপাতা ২৫০-৩০০ টাকা কেজি ♦ বাঁধাকপি ৪০ টাকা কেজি ♦ ফুলকপি প্রতি পিস ২৫-৩০ টাকা ♦ বেগুল ৬০ টাকা

ক্রেতা বিক্রেতা দুপক্ষই বলছে, গত দুদিনে সবজির দাম প্রায় ১০ শতাংশ বেড়ে গিয়েছে। করোনার জন্য ট্রেন বন্ধ। তার জেরে গাড়িতে সবজি নিয়ে আসা হচ্ছে। এর ফেলে খরচ বেড়েছে দ্বিগুণ। অন্যদিকে, ইয়াসের জেরে বৃষ্টিতে জমিতে জল জমে রয়েছে। ফসলও নষ্ট হয়েছে। তবে কাঁচা আনাজের দাম বাড়ছে হু হু করে। আগামী সপ্তাহে সবজির দাম আরও বাড়বে বলেই মনে করছেন সবজি বিক্রেতারা।

আরও পড়ুন: কবে ঠিক কোন অংশ থেকে শুরু হচ্ছে পোস্তা উড়ালপুর ভাঙার কাজ, আসবে কী কী বদল? বৈঠকের পর স্পষ্ট করল পুরসভা

সাধারণত কলকাতায় দুই ২৪ পরগনা বা নদিয়া, মুর্শিদাবাদ থেকে প্রচুর সবজি আসে। হলদিবাড়ি থেকেও আসে সবজি। কিন্তু ট্রেন বন্ধ থাকায় সবজি যোগান কম হচ্ছে। জেলার মাণ্ডি থেকে গাড়ি করে সবজি আনা হচ্ছে। তাই আকাশছোঁয়া দাম।