Kolkata Weather: দুয়ারে শীত? কী বলছেন আবহাওয়াবিদরা?

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 13, 2022 | 5:00 PM

Kolkata Weather: উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী পাঁচ দিন প্রধানত শুষ্ক ও পরিষ্কার আবহাওয়া থাকবে।

Kolkata Weather: দুয়ারে শীত? কী বলছেন আবহাওয়াবিদরা?
শহরে শীতের আমেজ (ছবি: সংবাদ সংস্থা)

Follow Us

কলকাতা: এই মুহূর্তে তেমন কোন পরিস্থিতি না থাকায়, দক্ষিণবঙ্গের জন্য আগামী পাঁচ দিন পরিষ্কার থাকবে আকাশ। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা কিছুটা হলেও কম হবে। আগামী দু দিনে আরও ৩ ডিগ্রি কমে যাবে বলে মনে করা হচ্ছে।

উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী পাঁচ দিন প্রধানত শুষ্ক ও পরিষ্কার আবহাওয়া থাকবে। শুধুমাত্র পাহাড়ি এলাকায় দু’এক জায়গায় ১৩ থেকে ১৬ এই সময়টা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও আগামী দু’দিনে ৩ ডিগ্রি তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে রবিবার সকালে তাপমাত্রা ১৮ ডিগ্রির কাছাকাছি ছিল। রবিবারের ঘুম জড়ানো সকালে এক ধাক্কায় তাপমাত্রার পারদ নেমে যায় ১৯ ডিগ্রি সেলসিয়াসের নীচে। চলতি মরসুমে প্রথমবার কলকাতার পারদ এতটা নামল। জেলায় আরও বেশি ঠান্ডা আমেজ। এদিন আলিপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। এর আগে ২৯ অক্টোবর আলিপুরের তাপমাত্রা নেমেছিল ১৯.৬ ডিগ্রিতে।

গত মাসের সিত্রাংয়ের দুর্যোগ কাটার পর থেকেই হিমেল হাওয়ার টের পাচ্ছিলেন রাজ্যবাসী। শিরশিরানি এক অনুভূতি হচ্ছে শরীরে। রয়েছে শুষ্ক আবহাওয়ার মেজাজও। মূলত কালীপুজোর পর থেকে স্যাঁতস্যাঁতে ভাব কাটিয়ে ভোল বদল করতে শুরু করেছে আবহাওয়া। সকালে তবে এটাই শীতের আগমনী বার্তা কিনা, তা স্পষ্ট এখনই নয়।

Next Article