গত কয়েকদিন ধরে থেকে থেকেই বৃষ্টির দেখা মিলছে। যদিও এখনও ভরা শ্রাবণ। তবু আকাশে কখনও মেঘ, কখনও আবার শরৎ মেঘের দেখা। তবে উত্তরবঙ্গে অতিরিক্ত বৃষ্টির কারণে পরিস্থিতি যথেষ্ট উদ্বেগের। বৃষ্টি ধরলেও ক্ষয়ক্ষতি ইতিমধ্যেই অনেকটাই হয়ে গিয়েছে। মঙ্গলবার উত্তরবঙ্গে বৃষ্টি কমবে। তবে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ দু’ এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বাড়তে পারে তাপমাত্রা।
আজ কলকাতায় মূলত মেঘলা আকাশই থাকবে। বিক্ষিপ্ত হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে মহানগরে। বৃষ্টি হলেও জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।
উত্তরবঙ্গেও আজ থেকে বৃষ্টির পরিমাণ কমবে। আগামী পাঁচদিন উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে। উপরের পাঁচ জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আজ দিনভর অস্বস্তি বজায় থাকবে। থেকে থেকে বৃষ্টির দেখা মিললেও স্বস্তি মেলা ভার।
দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।
আজ নতুন ঘূর্ণাবর্ত তৈরি হবে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে। মৌসুমি অক্ষরেখা ঝাড়খণ্ডের নিম্নচাপ এলাকার মধ্যে দিয়ে ওড়িশার বালাসোরের উপর দিয়ে দক্ষিণ-পশ্চিম দিকে গিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে পর্যন্ত বিস্তৃত।