WBJEE 2023 Counselling: জয়েন্টের কাউন্সেলিং শুরু ২০ জুলাই থেকে, কোথায় যোগাযোগ করতে হবে রইল বিস্তারিত

সুমন মহাপাত্র | Edited By: সায়নী জোয়ারদার

Jul 18, 2023 | 6:50 AM

WBJEE 2023 Counselling: গত ৩০ এপ্রিল পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা হয়। ২৬ দিনের মাথায় গত ২৬ মে প্রকাশিত হয়েছিল ২০২৩ সালের পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার ফলাফল। ১.২৪ লক্ষের বেশি পরীক্ষার্থী এবার জয়েন্টে বসার জন্য রেজিস্ট্রেশন করেছিলেন।

WBJEE 2023 Counselling: জয়েন্টের কাউন্সেলিং শুরু ২০ জুলাই থেকে, কোথায় যোগাযোগ করতে হবে রইল বিস্তারিত
প্রতীকী ছবি।
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: পশ্চিমবঙ্গ জয়েন্টের (WBJEE-2023) কাউন্সেলিং শুরু হচ্ছে। রেজিস্ট্রেশন শুরু ২০ জুলাই থেকে। সোমবারই এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স একজামিনেশনস বোর্ড। তিনটি পর্যায়ে হবে কাউন্সেলিং। প্রথম পর্যায়ে হবে অ্যালটমেন্ট, এরপর ধাপে ধাপে আপগ্রেডেশন ও মপআপ। পুরো প্রক্রিয়া হবে অনলাইনে। জেইই মেইন ও ডব্লুবিজেইই ২০২৩ পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের জন্য বলা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

পড়ুয়ারা যাতে নিজেদের সুবিধানমতো আসন বাছাই করতে পারে, তার জন্য এই প্রথমবার ‘মক সিট অ্যালোকেশন’-এর সুযোগ দিচ্ছে বোর্ড। পছন্দমতো ‘অ্যালটমেন্ট’ না পেলে সেক্ষেত্রে ‘আপগ্রেডেশন’-এর সুযোগ থাকছে। এ সংক্রান্ত বিস্তারিত বোর্ডের ওয়েবসাইটে দেওয়া রয়েছে। ক্লিক করতে হবে wbjeeb.in অথবা wbjeeb.nic.in-এ।

গত ৩০ এপ্রিল পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা হয়। ২৬ দিনের মাথায় গত ২৬ মে প্রকাশিত হয়েছিল ২০২৩ সালের পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার ফলাফল। ১.২৪ লক্ষের বেশি পরীক্ষার্থী এবার জয়েন্টে বসার জন্য রেজিস্ট্রেশন করেছিলেন। ৩০৬টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়। দুই পত্রের পরীক্ষার মধ্যে প্রথম পত্রে ছিল অঙ্ক, দ্বিতীয় পত্রে ছিল কেমিস্ট্রি, ফিজিক্স। মোট ৩০৬টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়। এরমধ্যে ত্রিপুরায় ২টি কেন্দ্র বাদ দিয়ে বাকিগুলি ছিল এ রাজ্যেই।

Next Article