শীতলতম ফেব্রুয়ারি! ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে আরও নামবে পারদ

শর্মিষ্ঠা চক্রবর্তী | Edited By: arunava roy

Feb 01, 2021 | 12:03 PM

আবহাওয়া দফতর বলছে, আগামী ৪৮ ঘণ্টা জেলা-সহ কলকাতায় আরও তাপমাত্রা কমবে। ফলে প্রস্তুত থাকুন, কম্বলে মুড়ি দিয়ে মরসুমের শেষের শীত উপভোগ করার।

শীতলতম ফেব্রুয়ারি! ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে আরও নামবে পারদ
ফাইল ছবি

Follow Us

কলকাতা: জানুয়ারির মাঝ থেকে আবহাওয়ার যে ট্রেন্ডটা শুরু হয়েছিল, ফেব্রুয়ারিতেও থাকবে জারি। অর্থাৎ শীতলতম ফেব্রুয়ারি কাটাবেন বঙ্গবাসী (Weather Forecast)। আবারও এই মরসুমে পারদ নামল ১১ ডিগ্রির ঘরে। আগামী ৪৮ ঘণ্টায় আরও পারদ নামার সম্ভাবনা রয়েছে।

সোমবার সকালে কলকাতায় সামান্য কুয়াশা থাকে, তবে মেঘমুক্ত আকাশ। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি নীচে। সর্বোচ্চ তাপমাত্রা ২২.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের ৫ ডিগ্রি নীচে। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৭ শতাংশ।

উত্তরবঙ্গে আজও থাকছে ঘন কুয়াশায় সতর্কতা। বিহার-সংলগ্ন মালদা, উত্তর দিনাজপুরে ঘন কুয়াশা থাকবে। ঘন কুয়াশা থাকবে জলপাইগুড়ি, কোচবিহারেও। দার্জিলিং, কালিম্পং,আলিপুরদুয়ারেও একই অবস্থা।

আরও পড়ুন: ‘আগামিকাল দুপুরে আমাকে একটু ঘরে ঢুকতে দিও প্লিজ’, ‘উইথ লাভ’ সুজাতা!

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে, তবে তা কেবল সকালেই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই ঝকঝকে হবে আকাশ। উত্তর পশ্চিমের শীতল হাওয়ার প্রভাবে নিম্নমুখী পারদ। আবহাওয়া দফতর বলছে, আগামী ৪৮ ঘণ্টা জেলা-সহ কলকাতায় আরও তাপমাত্রা কমবে। ফলে প্রস্তুত থাকুন, কম্বল মুড়ি দিয়ে মরসুম শেষের শীত উপভোগ করার জন্য।

Next Article