চড়ছে পারদ, আজ রাজ্যের কোন কোন জায়গায় বৃষ্টির পূর্বাভাস?

Feb 17, 2021 | 11:52 AM

আজ সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ। হালকা হাওয়াও বইছে। শিরশিরে আবহাওয়া।

চড়ছে পারদ, আজ রাজ্যের কোন কোন জায়গায় বৃষ্টির পূর্বাভাস?
ফাইল চিত্র।

Follow Us

কলকাতা: আজ রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের (Weather Update)। কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে। ঝাড়গ্রাম এবং হাওড়াতেও হতে পারে সামান্য বৃষ্টি। উত্তরবঙ্গের দার্জিলিঙ ও কালিম্পংয়ের পাহাড়ি এলাকাতেও রয়েছে ভারি বৃষ্টির সম্ভাবনা। শুক্রবারও থাকছে বৃষ্টির পূর্বাভাস (Rain Forecast)।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩১.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। শহরের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৭ শতাংশ, ন্যূনতম ৩৮ শতাংশ। আজ সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ। হালকা হাওয়াও বইছে। শিরশিরে আবহাওয়া।

আরও পড়ুন: ব্রেকিং: আজই বিজেপিতে যোগ টলি তারকা যশের?

ফেব্রুয়ারির শুরুতেই একেবারে স্বমহিমায় দেখা যায় শীতকে। বিগত দশ বছরে এটাই ছিল শীতলতম ফেব্রুয়ারি। আবহাওয়া দফতরের অধিকর্তারা বলছেন, ২০০৮ সালের ফেব্রুয়ারি মাসেও জমিয়ে শীত উপভোগ করেছিলেন বাংলার মানুষ।

Next Article