আজই বিজেপিতে যোগ টলি তারকা যশের?
টলিউড অভিনেতাদের রাজনীতিতে যোগ দেওয়ার ধারা অব্যাহত। ভোটের আবহে এ বার বিজেপিতে যোগ দিতে পারেন অভিনেতা যশ।
কলকাতা: টলিউড অভিনেতাদের রাজনীতিতে যোগ দেওয়ার ধারা অব্যাহত। ভোটের আবহে এ বার বিজেপিতে যোগ দিতে পারেন অভিনেতা যশ। বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়র হাত ধরেই পদ্ম শিবিরে যোগ দিতে পারেন যশ। এমনটাই খবর বিভিন্ন সূত্র মারফত। তবে শুধু যশ নয়, আজ আরও ৪ জন যোগ দিতে পারেন বিজেপি শিবিরে।
তবে যশ কিংবা বিজেপি শিবির, কোনও পক্ষই এখনও এই বিষয়ে কোনও মন্তব্য করেনি। প্রসঙ্গত, কয়েকদিন আগে রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর ছবি ডিকশনারির প্রিমিয়ারে দেখা গিয়েছিল যশকে। সেই ছবির মুখ্য চরিত্রে রয়েছেন নুসরত। তার কয়েক দিনের মধ্যেই এই জল্পনা সৃষ্টি হওয়ায় অবাক টলিপাড়ার একাংশ।
কয়েক দিন আগে টিভি নাইন বাংলায় এক্সক্লুসিভ সাক্ষাৎকারে যশকে রাজনীতিতে আসার বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। তখন টলি তারকা জানিয়েছিলেন, তাঁর কাছে রাজনীতিতে যোগ দেওয়ার প্রস্তাব আসেনি। তিনি জানিয়েছিলেন রাজনীতিবিদ হিসেবে নয়, অভিনেতা হিসেবেই নিজেকে আরও বড় করতে চান তিনি।
আরও পড়ুন: চড়ছে পারদ, আজ রাজ্যের কোন কোন জায়গায় বৃষ্টির পূর্বাভাস?