মেডিক্যাল কলেজগুলিতে শিক্ষক-চিকিৎসক নিয়োগ ঘিরে ব্যাপক বেনিয়মের অভিযোগ

sreejayee das

|

Updated on: Feb 17, 2021 | 11:54 AM

এমডি-এম‌এস থাকা সত্ত্বেও এতগুলি পদে এমবিবিএস নিয়োগ কীভাবে তা নিয়ে প্রশ্ন তুলছেন শিক্ষক-চিকিৎসকদের একটি বড় অংশ।

বিভিন্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে আরএমও বা শিক্ষক-চিকিত্‍সক নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠল। স্বাস্থ্যশিক্ষার ৪৭টি বিভাগে ৬৪৭ পদে শিক্ষক-চিকিৎসক নিয়োগ হয়েছে। এমডি-এমএস থাকা সত্ত্বেও নিয়োগে এমবিবিএসরা প্রাধান্য পাওয়ায় এই অনিয়মের অভিযোগ। প্রশ্নের মুখে পড়েছে হেলথ রিক্রুটমেন্ট বোর্ড।

এমডি-এম‌এস থাকা সত্ত্বেও এতগুলি পদে এমবিবিএস নিয়োগ কীভাবে তা নিয়ে প্রশ্ন তুলছেন শিক্ষক-চিকিৎসকদের একটি বড় অংশ। সেই সূত্রে শাসকদলের সঙ্গে যুক্ত এক প্রভাবশালী চিকিৎসক নেতার এমবিবিএস পুত্র কীভাবে এমডি মেডিসিন পাশ না করে বাঙুর ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সে নিউরো মেডিসিনে আর‌এম‌ও পদে নিযুক্ত হলেন তা নিয়েও শুরু হয়েছে সমালোচনা।

 

Published on: Feb 17, 2021 11:38 AM