কলকাতা: দহনের জ্বালা জুড়োতে বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল আলিপুর আবহাওয়া অফিস। তবে যে জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে তার মধ্যে নেই তিলোত্তমা। অর্থাৎ এখনও পর্যন্ত কলকাতার জন্য কোনও স্বস্তির খবর শোনাতে পারল না আবহাওয়া অফিস। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আগামী আরও কয়েকদিন কলকাতার তাপমাত্রা ৩৮ ডিগ্রি থেকে ৪০ ডিগ্রি মধ্যে থাকবে। সঙ্গে দোসর হবে অস্বস্তিকর গরম।
আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বুধবার তাপ প্রবাহের সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায়। তার মধ্য রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম। শুক্রবার থেকে আবহওয়ার পরিবর্তন হবে কিছুটা। উপকূলের জেলাগুলিতে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর মধ্যে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর। গত কয়েকদিন ধরে বঙ্গবাসীর অবস্থা একেবারেই নাজেহাল। শুষ্ক গরমের দাপট ছিল, কিন্তু শেষ তিন দিন কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাগুলিতে আর্দ্রতার কারণে ব্যাপক ঘাম হতে শুরু করেছে। ফলে গলদঘর্ম অবস্থা! বাংলার বৃষ্টি না হওয়ায় একটাই কারণ ছিল, জলীয় বাষ্পের অভাব। এবার বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকতে শুরু করায় সুখবরও মিলল।
মঙ্গলবারই বাংলার ১৭টি জেলার পারদ ৪৪ ডিগ্রি ছাড়িয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি গরমে পুড়ছে উত্তরবঙ্গও। এই অবস্থায় বিশেষ সতর্কতা জেলা প্রশাসনের। জেলা শাসকের নির্দেশে রাস্তার ধারে ধারে করা হয়েছে জলছত্র।পাশাপাশি রাখা হয়েছে ওআরএসের ব্যবস্থা।