Mukul Roy: অমিত শাহের সঙ্গে কথা হয়েছে : মুকুল

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 19, 2023 | 11:18 AM

Mukul Roy: মুকুল রায়কে অপহরণ করা হয়েছে বলে তাঁর ছেলে শুভ্রাংশু এনএসসিবিআই থানায় যে অভিযোগ করেছিলেন,তার প্রেক্ষিতেই দিল্লির হোটেলে হানা দেয় রাজ্য পুলিশ। যদিও Tv9 বাংলাকে মুকুল সাফ জানান যে কেউ অপহরণ করেননি তাঁকে। তিনি ভাল আছেন।

Mukul Roy: অমিত শাহের সঙ্গে কথা হয়েছে : মুকুল
অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেছেন মুকুল রায়?

Follow Us

কলকাতা: “আমি নিজের ইচ্ছায় এসেছি। আমাকে কেউ অপহরণ করেনি।” মঙ্গলবারই নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন বিধায়ক মুকুল রায়। বর্তমানে দিল্লিতে রয়েছেন তিনি। তাঁর পিছু-পিছু সেখানে হানা দেয় রাজ্য পুলিশও। শুধু সেই হোটেলে হানা দেওয়া নয়, পুলিশ আধিকারিকেরা কথাও বললেন মুকুল রায়ের সঙ্গে। মূলত,মুকুল রায়কে অপহরণ করা হয়েছে বলে তাঁর ছেলে শুভ্রাংশু এনএসসিবিআই থানায় যে অভিযোগ করেছিলেন,তার প্রেক্ষিতেই এদিন দিল্লির হোটেলে হানা দেয় রাজ্য পুলিশ। যদিও Tv9 বাংলাকে মুকুল সাফ জানান যে কেউ অপহরণ করেননি তাঁকে। তিনি ভাল আছেন।

এ দিকে, আচমকাই মুকুল রায়ের দিল্লি যাওযায় জোর গুঞ্জন উঠেছিল রাজনৈতিক মহলে। তাহলে ফের বিজেপি-তে যোগ দেবেন তিনি? এই গুঞ্জনের মধ্যেই Tv9 বাংলাকে মুকুল রায় বললেন, “আমার এখানে কোনও সমস্যা হচ্ছে না। আমি ভাল আছি। বিভিন্ন জায়গাতে রয়েছি।” বিধায়ক জানান যে তাঁর সঙ্গে ছেলে শুভ্রাংশুর কথা হয়েছে। এরপরই তিনি বলেন, “আমি তো বিজেপি-তেই রয়েছি। বিজেপি-র বিধায়ক আমি। অমিত ভাইয়ের সঙ্গে কথা হয়েছে আমার।”

প্রসঙ্গত, সোমবার রাত্রিবেলা আচমকাই রটে যায় নিখোঁজ হয়ে গিয়েছেন মুকুল রায়। এনিয়ে তুমুল হইচই পড়ে যায়। মঙ্গলবার এই প্রসঙ্গে মখ খুলতে গিয়ে মুকুল পুত্র শুভ্রাংশু বলেন যে তাঁর বাবাকে অপরহরণ করা হয়েছে। থানায় অভিযোগও দায়ের করেন তিনি।তাঁর দাবি, ফোনেও যোগাযোগ করতে পারছেন না বাবার সঙ্গে। বাবার মানসিক ভারসাম্য ঠিক নেই এবং তাঁর বাবাকে নিয়ে কিছু রাজনৈতিক দল নোংরা খেলায় নেমেছে বলেও মন্তব্য করেছেন শুভ্রাংশু। তাঁর করা অভিযোগের ভিত্তিতে বিজেপি নেতা পীযুষ কানুড়িয়াকেও জিজ্ঞাসাবাদ করে বিধান নগর পুলিশ।

অন্যদিকে, মুকুল রায়কে বিমানে দিল্লি গিয়েছেন বলে কলকাতা বিমানবন্দর সূত্রে জানা যায়। তাঁর নামে একটি বোর্ডিং পাসও ভাইরাল হয়। তবে হঠাৎ করে ছেলেকেও কিছু না জানিয়ে মুকুল রায় দিল্লি কেন গেলেন, আবার তিনি বিজেপিতে যোগ দেবেন বলে জল্পনার সৃষ্টি হয়।

Next Article