Weather Update: দক্ষিণবঙ্গে বৃষ্টি আসতে আর কতদিন বাকি? কী বলছেন আবহাওয়াবিদরা?

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 20, 2023 | 9:19 AM

Kolkata Weather Update: শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কবার্তা থাকলেও শনিবারের পর থেকে তা আর থাকবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে অস্বস্তিকর গরম বজায় থাকবে।

Weather Update: দক্ষিণবঙ্গে বৃষ্টি আসতে আর কতদিন বাকি? কী বলছেন আবহাওয়াবিদরা?
গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী (নিজস্ব চিত্র)

Follow Us

কলকাতা: তাপপ্রবাহের জেরে পুড়ছে গোটা বাংলা। ঘামে ভিজে এক প্রকার নাজেহাল হয়ে পড়েছিল রাজ্যবাসী। তবে সেই সাময়িক স্বস্তি দিয়ে বৃষ্টি নেমেছে রাজ্যে। কিন্তু তা উত্তরবঙ্গে। ফলে উত্তরে ঠান্ডার পরশ ফিরে এলেও দক্ষিণবঙ্গের অবস্থা একই রয়ে গিয়েছে। এখনও দহন জ্বালায় জ্বলছে দক্ষিণবঙ্গবাসী। এরই মধ্যে আগামী ৪৮ ঘণ্টায় আরও বাড়বে তাপমাত্রা এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস (Alipur weather office)। তবে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কবার্তা থাকলেও শনিবারের পর থেকে তা আর থাকবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। কিন্তু অস্বস্তিকর গরম বজায় থাকবে।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বাঁকুড়া,পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম,বীরভূমে বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তাপপ্রবাহ পরিস্থিতি জারি থাকবে। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকা বাদ দিয়ে অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে ২১ তারিখ পর্যন্ত। হাওয়া অফিস সূত্রে খবর, আলিপুরে ৪০.২ ডিগ্রি সেলসিয়াস, দমদম ৪১.৪ ডিগ্রি সেলসিয়াস সল্টলেক ৪২.২ ডিগ্রি সেলসিয়াস মালদা ৪২ ডিগ্রি সেলসিয়াস শ্রীনিকেতন ৪৩.২ ডিগ্রি সেলসিয়াস আসানসোল ৪৩.২ ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়া ৪৩.৬ ডিগ্রি সেলসিয়াস।

তবে শুক্রবার থেকে রাজ্যে হাওয়া বদলের সম্ভাবনা তৈরি হয়েছে। শনিবার দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা বৃষ্টিপাতের পূর্বাভাসও দিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি কলকাতায় খুব হালকা বৃষ্টির সম্ভাবনাও তৈরি হচ্ছে। তবে এই বৃষ্টিতে যে গরম কমবে তার আশ্বাস দিতে যদিও দিতে পারেনি হাওয়া অফিস।

এ দিকে, দক্ষিণবঙ্গ জ্বললেও উত্তরবঙ্গে তৈরি হয়েছে স্বস্তির পরিবেশ। শিলিগুড়ি সংলগ্ন এলাকা তথা জলপাইগুড়ি জেলার কয়েকটি এলাকাতেও আসে স্বস্তির বৃষ্টি। ধবার বিকাল হতেই কালবৈশাখী ঝড় আছড়ে পড়ে শিলিগুড়িতে। শিলিগুড়ির আশপাশের বিভিন্ন এলাকায় নেমেছে বৃষ্টি। এর জেরে বেশ কয়েক দিন পর ঠান্ডা হাওয়ার পরশ পেলেন শিলিগুড়িবাসী। গরম থেকে কিছুটা স্বস্তি মিলল জলপাইগুড়ি জেলার শেষ প্রান্তে অবস্থিত কালিম্পং জেলার গরুবাথান, ঝালং এলাকার মানুষের। মুষলধারে বৃষ্টি হয়েছে সেখানে। দার্জিলিঙেও ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী বেশ কয়েকটি দিন মনোরম পরিবেশ বিরাজ করবে সেখানে। এমনকী শিলাবৃষ্টিরও পূর্বাভাস দিয়েছেন আবহবিদরা।

Next Article
Sweta Chakraborty: ED-র নজরে অয়নের বান্ধবীও, কেন গাড়ি উপহার জানতে CGO-তে ডাক এজেন্সির
Road Damage: সল্টলেকে রাস্তায় ধস, বড় দুর্ঘটনার আশঙ্কায় এলাকাবাসী