যে কোনও নির্মাণের আগেই এলাকাবাসীর মতামত নেওয়া প্রয়োজন, পর্যবেক্ষণ হাইকোর্টের

Jan 12, 2021 | 4:02 PM

লেবুতলা পার্কের মধ্যে পুরসভা একটি কমিউনিটি হল নির্মাণ করে। এলাকার বাসিন্দা সন্দীপ পাল একটি জনস্বার্থ মামলা দায়ের করেন হাইকোর্টে।

যে কোনও নির্মাণের আগেই এলাকাবাসীর মতামত নেওয়া প্রয়োজন, পর্যবেক্ষণ হাইকোর্টের
ফাইল চিত্র।

Follow Us

কলকাতা: যে কোনও নির্মাণের আগেই নির্মাণকারীকে এলাকাবাসীর মতামত নেওয়া উচিত। এটি একান্তই প্রয়োজনীয়। উত্তর কলকাতার লেবুতলা পার্কের একটি কমিউনিটি হলের ব্যবহার আপাতত বন্ধ করার নির্দেশ দিলেন হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি।

লেবুতলা পার্কের মধ্যে পুরসভা একটি কমিউনিটি হল নির্মাণ করে। এলাকার বাসিন্দা সন্দীপ পাল একটি জনস্বার্থ মামলা দায়ের করেন হাইকোর্টে। তাঁর অভিযোগ, উত্তর কলকাতার অত্যন্ত ঘিঞ্জি এলাকায় একটি পার্কের জমিতে এই নির্মাণ হলে এলাকাবাসীদের সমস্যা হবে।

আরও পড়ুন: আজও বিক্ষোভে শিক্ষকরা, অর্ধনগ্ন মিছিলের ডাক, ভাঙা হল ব্যারিকেড!

পুরসভা আদালতে জানিয়েছে ওই কমিউনিটি হলে স্বাস্থ্য সংক্রান্ত প্রকল্পের কাজ হবে। এদিনের মামলার শুনানিতে প্রধান বিচারপতি রাজ্যের কাছে জানতে চান, এই নির্মাণের আগে কি এলাকার মানুষের মত নেওয়া হয়েছে? বিচারপতি বলেন, “এক্ষেত্রে বাসিন্দাদের আবেগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি সরকারি সিদ্ধান্ত তাদের পছন্দ হত, তাহলে তারা কোর্টে আসতেন না। ” ছ’সপ্তাহের মধ্যে এলাকাবাসীদের মতামত নিয়ে হলফনামা জমা দিতে বলা হয়েছে রাজ্যকে। ততদিন আদালতের অনুমতি ছাড়া কোন নির্মাণ নয়, নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের।

Next Article