Kulutola Street Fire: দাউ-দাউ করে জ্বলছে আগুন! ঝলসানো কলুটোলার কিছু ঝলক

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 04, 2021 | 3:35 PM

Fire: কলকাতায় বারবার অগ্নিকাণ্ডের ঘটনা একাধিক প্রশ্ন তুলে দিচ্ছে। সব সুরক্ষা বিধি আদৌ মানা হচ্ছে কি না, রাজ্য সরকারের তরফে এই ধরনের বহুতলের অগ্নি নির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে কি না, সেই প্রশ্নও উঠছে।

1 / 5
দাউ-দাউ করে জ্বলছে আগুন। সকাল-সকাল ভয়াবহ অগ্নিকাণ্ড শহরে। কলকাতার কলুটোলার স্ট্রিটের চার তলা একটি বাড়িতে আগুন লাগে।

দাউ-দাউ করে জ্বলছে আগুন। সকাল-সকাল ভয়াবহ অগ্নিকাণ্ড শহরে। কলকাতার কলুটোলার স্ট্রিটের চার তলা একটি বাড়িতে আগুন লাগে।

2 / 5
প্রায় ৭ ঘণ্টা পরও দাউদাউ করে জ্বলছে আগুনের লেলিহান শিখা। পুরো এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। কালো ধোঁয়া থেকেই স্পষ্ট, ভিতরে আগুন ক্রমশ ছড়িয়ে পড়ছে।

প্রায় ৭ ঘণ্টা পরও দাউদাউ করে জ্বলছে আগুনের লেলিহান শিখা। পুরো এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। কালো ধোঁয়া থেকেই স্পষ্ট, ভিতরে আগুন ক্রমশ ছড়িয়ে পড়ছে।

3 / 5
ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ২০টি ইঞ্জিন । আগুন নেভাতে কার্যত হিমশিম খেতে হচ্ছে দমকলকর্মীদের। এলাকার বাসিন্দাদের দাবি, দমকলের জলের যা গতি, তাতে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়। স্থানীয়দের দাবি, দমকলকর্মীরা ভিতরে প্রবেশ করতে চাইছেন না। যদিও দমকলের দাবি, তাঁরা ভিতরে প্রবেশ করতে পারছেন না। উল্লেখ্য, দমকলকর্মীদের যথাযথ পোশাক না থাকার সমস্যা অনেকদিনের। জলের সমস্যার কথা বলছেন দমকলকর্মীরাও।

ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ২০টি ইঞ্জিন । আগুন নেভাতে কার্যত হিমশিম খেতে হচ্ছে দমকলকর্মীদের। এলাকার বাসিন্দাদের দাবি, দমকলের জলের যা গতি, তাতে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়। স্থানীয়দের দাবি, দমকলকর্মীরা ভিতরে প্রবেশ করতে চাইছেন না। যদিও দমকলের দাবি, তাঁরা ভিতরে প্রবেশ করতে পারছেন না। উল্লেখ্য, দমকলকর্মীদের যথাযথ পোশাক না থাকার সমস্যা অনেকদিনের। জলের সমস্যার কথা বলছেন দমকলকর্মীরাও।

4 / 5
একে ঘিঞ্জি এলাকা। তার উপর সরু রাস্তা। যার জেরেই আগুন নেভাতে কার্যত  হিমসিম খেতে হয় দমকলকর্মীদের। সেই কারণে তবে হতাহতের কোনও খবর মেলেনি।

একে ঘিঞ্জি এলাকা। তার উপর সরু রাস্তা। যার জেরেই আগুন নেভাতে কার্যত হিমসিম খেতে হয় দমকলকর্মীদের। সেই কারণে তবে হতাহতের কোনও খবর মেলেনি।

5 / 5
একে ঘিঞ্জি এলাকা, তারপর জলের অভাব। পরিস্থিতি বুঝে শেষমেশ এগিয়ে এলেন ইমামরাও। ১১ নম্বর কলুটোলা স্ট্রিটের ওই ভবনের উল্টো দিকেই কলুটোলা মসজিদ। ইমামরা মসজিদের দরজা খুলে দেন। মসজিদের ওপরে উঠে ভিতর থেকে জল নিয়ে চলে আগুন নেভানোর কাজ।

একে ঘিঞ্জি এলাকা, তারপর জলের অভাব। পরিস্থিতি বুঝে শেষমেশ এগিয়ে এলেন ইমামরাও। ১১ নম্বর কলুটোলা স্ট্রিটের ওই ভবনের উল্টো দিকেই কলুটোলা মসজিদ। ইমামরা মসজিদের দরজা খুলে দেন। মসজিদের ওপরে উঠে ভিতর থেকে জল নিয়ে চলে আগুন নেভানোর কাজ।

Next Photo Gallery
Left Front: শান্তিপুরে ‘হোঁচট’, বাকি তিন কেন্দ্রে উপনির্বাচনের প্রস্তুতি শুরু বামেদের
Bus Fare: ইচ্ছামতো ভাড়া বাড়িয়ে দিচ্ছে বাস মালিকরা, শোকজের চিঠি ধরাল পরিবহণ দফতর