Kudghat Fire: কুঁদঘাট মেট্রো স্টেশনের কাছে ভয়াবহ আগুন, পুড়ল একের পর এক ঝুপড়ি
Kudghat Fire: জানা গিয়েছে, কুঁদঘাট মেট্রো স্টেশনের কাছে বস্তিতে আগুন ধরে গিয়েছে। একের পর এক ঝুপড়িতে ধরে গিয়েছে অগ্নি সংযোগ হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় পৌঁছে গিয়েছে দমকলের ৩ ইঞ্জিন। আগুন নেভানোর কাজ চলছে।
কলকাতা: কুঁদঘাট মেট্রো স্টেশন লাগোয়া এলাকায় ভয়াবহ আগুন। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। জানা গিয়েছে, কুঁদঘাট মেট্রো স্টেশনের কাছে বস্তিতে আগুন ধরে গিয়েছে। একের পর এক ঝুপড়িতে ধরে গিয়েছে অগ্নি সংযোগ হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় পৌঁছে গিয়েছে দমকলের ৪ ইঞ্জিন। আগুন নেভানোর কাজ চলছে।
সর্বশেষ তথ্য উপরে
- তবে কীভাবে আগুন লাগল সেই বিষয়ে এখনও জানা যায়নি। ইতিমধ্যেই ঝুপড়িবাসীদের সেখান থেকে সরানোর কাজ শুরু হয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।
- ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। কিন্তু আগুনের দাপট এতটাই বেশি যে তিনটি ইঞ্জিন দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ঠ বেগ পেতে হয় দমকলকে। শেষ পাওয়া খবর অনুযায়ী, আরও একটি ইঞ্জিন এসেছে ঘটনাস্থলে। এই নিয়ে মোট চারটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে।
- ক্ষুদিরাম মেট্রো স্টেশনের কাছে এই বস্তিতে বহু মানুষের বসবাস করেন। সোমবার সকালে হঠাৎই পোড়া পোড়া গন্ধ অনুভব করেন স্থানীয় বাসিন্দারা। এরপরই বাড়তে থাকে আগুন। আগুনের লেলিহান শিখা গ্রাস করে গোটা বস্তিতে। কালো ধোঁয়ায় ঢেকে যায় সবটা। আতঙ্কে এলাকাবাসী ঘরের বাইরে বেরিয়ে আসেন। চিৎকার শুরু করেন তাঁরা।