কলকাতা: উনি রাজ্যের ইতিহাস-ভূগোল জানেন না। বাইরে থেকে বদলি হয়ে এসেছেন। অন্যদের কাছ থেকে ইতিহাস-ভূগোলটা জেনে নেওয়া জরুরি। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সম্পর্কে এমনটাই মন্তব্য করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। বৃহস্পতিবার হাইকোর্টে একটি মামলায় শিক্ষা দুর্নীতির কথা উল্লেখ করেন হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। সেই প্রসঙ্গেই এদিন এমন মন্তব্য করেন কুণাল ঘোষ।
বাবা সাহেব আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা আদালতের দ্বারস্থ হয়েছেন। মূলত দুটি অভিযোগ উঠেছে। এক, বিশ্ববিদ্যালয়ের খাতায় অধীনস্থ সমস্ত কলেজের অ্যাফিলিয়েশন বা অনুমোদন পুনর্নবীকরণ (রিনিউ) করা হয়নি। ফলে কলেজের পড়ুয়ারা বিএড পরীক্ষায় বসতে পারছেন না বলে অভিযোগ। এনসিটিই (NCTE) গাইডলাইন অনুযায়ী কলেজে যে পরিকাঠামো থাকা প্রয়োজন, তার কিছুই নেই বলেও অভিযোগ উঠেছে। তারপরও চলছে কলেজ।
এই মামলা শুনতে গিয়ে প্রধান বিচারপতি শিবজ্ঞানম বলেছেন, ‘দুর্নীতির অভিযোগে বন্ধ শিক্ষক নিয়োগ। পুলিশে কনস্টেবল নিয়োগও বন্ধ। কলেজেও উঠছে দুর্নীতির অভিযোগ। এই সব কারণেই বাংলার ছেলেমেয়েরা বাইরে চলে যেতে বাধ্য হচ্ছে।’
প্রধান বিচারপতির এই মন্তব্য প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, “পূর্ণ শ্রদ্ধা জানিয়ে বলছি, উনি এ রাজ্যের ইতিহাস-ভূগোল জানেন না। বাম জমানার সময় একের পর এক মামলা হয়েছে। সেই সময় নথি ছিল, চিরকুটে সবকিছু হত, তাই জানা যেত না। এখন কম্পিউটার আছে বলে সব জানা যায়।” কুণাল ঘোষ আরও বলেন, “বাম জমানায় শিল্প বলে কিছু ছিল না। কম্পিউটার ঢুকতে দেওয়া হয়নি। বিচারপতি বদলি নিয়ে এসেছেন। অন্যদের কাছ থেকে ইতিহাস-ভূগোল জেনে নেওয়া উচিত।”