Job Seekers Agitation: জট কাটল, কাল থেকেই নিয়োগ দেওয়া শুরু! চাকরিপ্রার্থীদের জন্য বড় ‘সুখবর’ কুণালের

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Feb 05, 2024 | 10:44 PM

Job Seekers Protest: কুণাল ঘোষ ঘোষণা করলেন, মঙ্গলবারই ৩২৮ জনের নাম প্রকাশ করা হবে এবং মঙ্গলবার থেকেই নিয়োগপত্র বিলির প্রক্রিয়া শুরু হয়ে যাবে। উল্লেখ্য, চাকরিপ্রার্থীরা এখনও দক্ষিণ ২৪ পরগনার ডিপিএসসি অফিসের বাইরে ধরনা-আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সোমবার রাতে এই ‘সুখবর’ ঘোষণা করে আন্দোলনকারীদের ধরনা তুলে নেওয়ার জন্য অনুরোধ করলেন কুণাল।

Job Seekers Agitation: জট কাটল, কাল থেকেই নিয়োগ দেওয়া শুরু! চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর কুণালের
ফাইল ছবি
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: সেই বাম জমানা থেকে জট রয়ে গিয়েছিল প্য়ানেল ঘিরে। অবশেষে কাটল সেই জটিলতা। কথা হচ্ছে, দক্ষিণ ২৪ পরগনার ২০০৯ সালের প্যানেলের চাকরিপ্রার্থীদের নিয়ে। সোমবার রাতে তৃণমূল মুখপাত্র তথা দলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ ঘোষণা করলেন, মঙ্গলবারই ৩২৮ জনের নাম প্রকাশ করা হবে এবং মঙ্গলবার থেকেই নিয়োগপত্র বিলির প্রক্রিয়া শুরু হয়ে যাবে। উল্লেখ্য, চাকরিপ্রার্থীরা এখনও দক্ষিণ ২৪ পরগনার ডিপিএসসি অফিসের বাইরে ধরনা-আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সোমবার রাতে এই ‘সুখবর’ ঘোষণা করে আন্দোলনকারীদের ধরনা তুলে নেওয়ার জন্য অনুরোধ করলেন কুণাল।

এদিন রাতে এক ভিডিয়ো বার্তায় কুণাল বলেন, “১৫০০ জন ইতিমধ্যেই কাজে যোগ দিতে পেরেছেন। বাকি অংশ নিয়ে আন্দোলন চলছিল, ধরনাও চলছে। তাঁদের উদ্দেশে জানাই, আলোচনার মাধ্যমে একটি ফল পাওয়া গিয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে, শিক্ষামন্ত্রীর উদ্যোগে, পর্ষদ সভাপতির প্রচেষ্টায় ও ডিপিএসসি চেয়ারম্যানের পরিশ্রমে ৩২৮ জনের প্যানেল আগামিকাল প্রকাশ করা হবে। ডিপিএসসি চেয়ারম্যান অজিত নায়েক আগামিকাল তাঁর দফতর থেকে সাংবাদিক বৈঠক করে ৩২৮ জনের প্যানেল ঘোষণা করবেন। কাল থেকেই নিয়োগের চিঠি পোস্ট হওয়া শুরু হবে।”

চাকরিপ্রার্থীদের উদ্দেশে কুণালের অনুরোধ, আগামিকাল যাতে ডিপিএসসি চেয়ারম্যানকে সহযোগিতা করা হয় এবং তাঁরা যেন ধরনা তুলে নেন। বললেন, “যদি কোথাও কোনও সমস্যা থাকে, আবার কথা বলা যাবে। কিন্তু আগামিকাল ডিপিএসসি চেয়ারম্যানের সঙ্গে একটু সহযোগিতা করুন।”

প্রসঙ্গত, অতীতে বিভিন্ন সময়ে বিভিন্ন আন্দোলনরত চাকরিপ্রার্থীদের প্রতিনিধিদলের সঙ্গে সরকারের আলোচনার ক্ষেত্রে এক মধ্যস্থতাকারীর ভূমিকায় দেখা গিয়েছিল তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকে। আর এবার ফের এক বড় ঘোষণা করলেন কুণাল।

Next Article