কলকাতা : বাগদায় ‘ধর্ষণের’ প্রতিবাদে পথে নামছে তৃণমূল কংগ্রেস। আগামীকাল, রবিবার বাগদায় একটি প্রতিবাদ মিছিল করবে তৃণমূল। শনিবার বিকেলে সাংবাদিক বৈঠকে এই কথা জানান তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। প্রসঙ্গত, শুক্রবার বাগদায় এক মহিলাকে গণধর্ষণের অভিযোগে দুই বিএসএফ জওয়ানকে গ্রেফতার করেছে পুলিশ। ওই ঘটনার তীব্র নিন্দা করে এবার প্রতিবাদে সামিল হচ্ছে রাজ্যের শাসক দল। যদিও কুণাল ঘোষ জানান, সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে নয় তৃণমূল কংগ্রেস। বলেন, “বিএসএফ-এর জওয়ান, তাঁদের যে কাজ, তাঁদের সামগ্রিকভাবে অসম্মান করার কোনও উদ্দেশ্য তৃণমূল কংগ্রেসের নেই। তাঁরা তাঁদের দায়িত্ব, তাঁদের কর্তব্য পালন করেন।”
বিএসএফ-এর জওয়ানদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, সেই প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র বলেন, “দেশের সীমান্তবর্তী এলাকার সাধারণ জনজীবন, এমনকী মহিলাদের সুরক্ষা পর্যন্ত বিপন্ন হচ্ছে।” এর পাশাপাশি বাগদার ওই ঘটনার তীব্র নিন্দা করেন তিনি। এই নিয়ে কেন কেন্দ্রের থেকে কোনও ক্ষমা চাওয়া হচ্ছে না সেই নিয়েও প্রশ্ন তোলেন কুণাল ঘোষ। সীমান্তে সীমান্তরক্ষী বাহিনীর এক্তিয়ার বাড়ানোর বিষয়টি নিয়েও এদিন বিকেলে সাংবাদিক বৈঠক থেকে ফের একবার সরব হন কুণাল ঘোষ।
কেন্দ্রীয় সরকারের দিকে আক্রমণের সুর চড়িয়ে কুণাল ঘোষ আরও বলেন, “ভুল থেকে মানুষ শিক্ষা নেয়। কেন্দ্র নিচ্ছে না। শীতলকুচিতে মানুষ মারা গেলেন। কী ব্যবস্থা হয়েছে, কী তদন্ত হয়েছে?” তৃণমূল মুখপাত্র বলেন, “ভয়ঙ্কর এই ধর্ষণের ঘটনার প্রতিবাদে কাল আমাদের কর্মসূচি রয়েছে বাগদায়। শীর্ষ নেতৃত্ব একটি প্রতিনিধি দল পাঠাচ্ছে সেখানে। আগামিকাল বিকেল তিনটের পর সেখানে একটি রাজনৈতিক কর্মসূচি হবে।”
কুণাল ঘোষ আরও বলেন, “বিএসএফ বিএসএফ-এর মতো থাকবে। বিএসএফ সীমান্ত পাহারা দেবে। তৃণমূল সমর্থন করে। বিএসএফ-এর যাঁরা সীমান্ত পাহারা দেন, সারাদিনের ক্লান্তির পর যদি কোনও বাড়িতে এক গ্লাস জল চান, এই বাংলার কোনও মা, কোনও বোন, সেই জওয়ানকে জল খাওয়াবেন, মিষ্টি খাওয়াবেন, বাতাসা খাওয়াবেন।”