কলকাতা: ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন। এ রাজ্যেও দিনটি উৎসবের মেজাজে পালনের ডাক দিয়েছে বঙ্গ বিজেপি। তবে এরইমধ্যে মারাত্মক অভিযোগ বিরোধী দলনেতার এক্স হ্যান্ডেলে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, ২২ জানুয়ারির যাবতীয় কর্মসূচি যাতে সফল না হয়, তার সবরকম চেষ্টা করছে তৃণমূলের সরকার।
শুভেন্দুর বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাম মন্দিরের উদ্বোধনের দিন নজর ঘোরাতে চায়। শুভেন্দু তাঁর বক্তব্যের সমর্থনে লেখেন, ব্লকস্তরে সেদিন কর্মসূচি দেওয়া হয়েছে। অথচ ২২ তারিখ ছুটি দেওয়া উচিত। এমনকী কোথাও কোথাও লোডশেডিংয়েরও পরিকল্পনা করা হয়েছে বলে দাবি শুভেন্দুর।
I am not at all surprised to see Mamata Govt stooping so low, trying to create distraction and diverting attention from the Historic Pran Pratistha Ceremony of Lord Ram on January 22, 2024.
Realising that the ‘so called Sanhati Yatra’ (All Faith Rally) will fail to resonate with… pic.twitter.com/TwpQOJ7zFU
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) January 20, 2024
যদিও এ প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “শুভেন্দু অধিকারী এই রাম পুজোর আবহে হনুমান সাজতে চাইছেন। তাই এরকম প্রলাপ বকছেন। নজর কাড়তে চাইছেন, বিভ্রান্ত করতে চাইছেন। মমতা বন্দ্য়োপাধ্যায়ের নেতৃত্বে সংহতি যাত্রা রুখতে গিয়েছিলেন তো হাইকোর্টে। হাইকোর্ট তো গালে একটা চড় মেরে বার করে দিয়েছে। শুভেন্দু তো সিবিআইয়ের স্ট্যাম্প লাগানো হিন্দু। গ্রেফতারি এড়াতে বিজেপিতে গিয়ে বড় বড় কথা বলছে।”