Behala: ‘অ্যাপ ক্যাব চালক ধাক্কা মেরে ফেলে দিল আমাকে’, রাতের কলকাতায় আক্রান্ত তরুণী

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Nov 12, 2021 | 12:54 AM

Behala: ওই তরুণী সাংবাদমাধ্যমে কর্মরত। স্কুটিতে যাচ্ছিলেন তিনি। সঙ্গে তাঁর এক বন্ধু ছিলেন। শ্রীসংঘের উল্টোদিকে রাত ৮টা ১৫ নাগাদ ঘটনাটি ঘটে।

Behala: অ্যাপ ক্যাব চালক ধাক্কা মেরে ফেলে দিল আমাকে, রাতের কলকাতায় আক্রান্ত তরুণী
ফের রাতের কলকাতায় অ্যাপ ক্যাব চালকের দৌরাত্ম্যের অভিযোগ উঠল। নিজস্ব চিত্র।

Follow Us

কলকাতা: রাতের কলকাতায় অ্যাপ ক্যাব চালকের দৌরাত্ম্যের অভিযোগ উঠল। গাড়ি থেকে নেমে এক তরুণীকে ধাক্কাধাক্কি ও তাঁর বন্ধুকে মারধরেরও অভিযোগ ওঠে। বৃহস্পতিবার রাতে বেহালা জেমস লং সরণি ও সত্যেন্দ্র রায় রোড ক্রসিংয়ের কাছে ঘটনাটি ঘটে। রাতেই অভিযুক্ত অ্যাপ ক্যাব চালককে গ্রেফতার করে পুলিশ।

জানা গিয়েছে, ওই তরুণী সাংবাদমাধ্যমে কর্মরত। স্কুটিতে যাচ্ছিলেন তিনি। সঙ্গে তাঁর এক বন্ধু ছিলেন। শ্রীসংঘের উল্টোদিকে রাত ৮টা ১৫ নাগাদ ঘটনাটি ঘটে। ওই তরুণীর অভিযোগ, “আমরা ৮টা ১৫ নাগাদ শ্রীসংঘের উল্টোদিকের গলি ধরে আমি আর আমার বন্ধু স্কুটি নিয়ে যাচ্ছিলাম। উল্টো দিক থেকে একটা অ্যাপ ক্যাব আসছিল। চালকের এক হাতে স্টিয়ারিং, অন্য হাতে ফোন কানে ধরা। গাড়িটা চলছিলই না। এদিকে সরু গলি। আমরাও যেতে পারছিলাম না। আমার বন্ধু শুধু বলে, কান থেকে ফোনটা নামিয়ে গাড়ি চালান।”

ওই তরুণীর অভিযোগ, এর পরই অকথ্য ভাষায় কথা বলতে শুরু করেন ওই ব্যক্তি। গাড়ি থেকে নেমে আসেন। ওই তরুণীর কথায়, “আমাদের স্কুটি ঠেলে ফেলে দেয়। আমার বন্ধুর গলা চেপে ধরে। নাকে মুখে মারতে থাকে। আমি প্রতিবাদ করায় গাড়ির চালক ধাক্কা মেরে আমাকে ফেলে দেয়। হুমকি দিতে থাকে, বন্ধু যখন থাকবে না দেখে নেব।”

অভিযোগ, গাড়িতে তিন চারজন যাত্রী ছিলেন। কিন্তু এই ঘটনার সময় এগিয়ে আসেননি কেউই। উল্টে অভিযোগকারীর সঙ্গেই অভব্য ব্যবহার করতে থাকেন। সঙ্গে সঙ্গে ওই তরুণী পুলিশের ১০০ নম্বরে ডায়াল করে পুরো ঘটনা জানান। তারপরই বেহালা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। যদিও এই অ্যাপ ক্যাব চালক ঘটনার পরই গাড়ি নিয়ে চম্পট দেন। ইতিমধ্যে বেহালা থানায় শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ দায়ের হয়েছে ওই অ্যাপ ক্যাব চালকের বিরুদ্ধে।

তরুণীর বন্ধুর অভিযোগ, এমন কিছুই বলা হয়নি যার জন্য ওই চালক এতটা উত্তেজিত হয়ে পড়েন। মদ্যপ অবস্থায় থাকার কারণে তাঁদের উপর হামলা চালানো হয় বলেও অভিযোগ যুবকের। ইতিমধ্যেই অভিযুক্তের গাড়ির নম্বরটি পুলিশ পেয়েছে। সেই নম্বরের রেশ ধরেই তদন্ত এগোচ্ছে।

আরও পড়ুন: CNG Bus: জ্বালানির জ্বালা ঘোচাতে বেসরকারি বাসেও সিএনজি কিটের পরিকল্পনা

Next Article