Lake Town Murder: স্নেহাশিসের পাশে স্ত্রীকে মানতে পারেননি অভিযুক্ত, ৭০ হাজারে দমকলকর্মীকে খুনের সুপারি, দাবি পুলিশের

Ranjit Dhar | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 17, 2023 | 4:15 PM

Lake Town Murder: পুলিশ বলছে, যাঁরা খুন করছে তাঁদের সঙ্গে কোনও শত্রুতা ছিল না স্নেহাশিসের। এরা শুধু সুপারি নিয়েছিল তাঁকে মারার জন্য। আর এই সুপারি দিয়েছিলেন সাগর। এই সাগরের সঙ্গেই ব্যক্তিগত শত্রুতা ছিল মৃতের।

Lake Town Murder: স্নেহাশিসের পাশে স্ত্রীকে মানতে পারেননি অভিযুক্ত, ৭০ হাজারে দমকলকর্মীকে খুনের সুপারি, দাবি পুলিশের
দমকল কর্মীর মৃত্যুতে সুপারি কিলার তত্ত্ব
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কলকাতা: লেকটাউনে দমকল কর্মী স্নেহাশিস রায়ের খুনের ঘটনায় মোট পাঁচজনকে গ্রেফতার করেছে বিধান নগর গোয়েন্দা বিভাগ ও লেকটাউন থানার পুলিশ। ব্যক্তিগত শত্রুতার জেরেই খুন বলে দাবি করেছে পুলিশ। ধৃত সাগরের থেকে উদ্ধার হয়েছে খুনে ব্যবহৃত ৭এমএম পিস্তল। সাংবাদিক বৈঠক করে পুলিশ জানিয়েছে, ৭০ হাজার টাকার বিনিময়ে খুনের সুপারি দেয় সাগর। জেরা করে দাবি পুলিশের। এছাড়াও একটি ওয়ান শার্টার ও এক রাউন্ড কার্তুজও উদ্ধার হয়েছে পুলিশ সূত্রে খবর।

বিধাননগর থানার পুলিশ বলছে, “যাঁরা খুন করছে তাঁদের সঙ্গে কোনও শত্রুতা ছিল না স্নেহাশিসের। এরা শুধু সুপারি নিয়েছিল তাঁকে মারার জন্য। আর এই সুপারি দিয়েছিলেন সাগর। এই সাগরের সঙ্গেই ব্যক্তিগত শত্রুতা ছিল মৃতের। তদন্ত করে জানতে পেরেছি সাগরের একটি লটারি ব্যবসা ছিল। আর সেই ব্যবসা খারাপ হওয়ার পিছনে তিনি মনে করছিলেন যে স্নেহাশিসের হাত রয়েছে। একই সঙ্গে আমরা আরও একটি ব্যক্তিগত কারণ খুঁজে পেয়েছি। সাগর একদিন তাঁর স্ত্রীকে স্নেহাশিসের সঙ্গে দেখে নেন। তারপর থেকেই তাঁর বদ্ধমূল ধারনা হয়ে যায় যে ওদের মধ্যে পরকীয়ার সম্পর্ক রয়েছে।”

গত বৃহস্পতিবার লেকটাউনে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় দমকল কর্মী স্নেহাশিস রায়ের। বাড়ি ফেরার পথে হঠাৎ তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল দুষ্কৃতীরা। এর আগেও স্নেহাশিসের উপর হামলা হয়েছিল বলে সূত্রের খবর।

Next Article