Lalbazar: পার্থ ঘনিষ্ঠ বলে ‘অপপ্রচার’ , লালবাজারে পাল্টা অভিযোগ দায়ের অধ্যাপিকার

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 28, 2022 | 8:25 AM

Lalbazar: পার্থ ঘনিষ্ঠ হিসাবে বেশ কয়েকজনের নাম প্রকাশ্যে এসেছে। ওই অধ্যাপিকার অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় তাঁর নামেও পার্থ ঘনিষ্ঠ বলে অপপ্রচার চালানো হচ্ছে।

Lalbazar: পার্থ ঘনিষ্ঠ বলে অপপ্রচার , লালবাজারে পাল্টা অভিযোগ দায়ের অধ্যাপিকার
লালবাজার (ফাইল ছবি)

Follow Us

কলকাতা: পার্থ-‘ঘনিষ্ঠ’ বলে ‘অপপ্রচার’। এবার এই অভিযোগ তুলে পাল্টা লালবাজারে অভিযোগ দায়ের অধ্যাপিকা সোমা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, পার্থ ঘনিষ্ঠ বলে সোশ্যাল মিডিয়ায় তাঁর নামে অপপ্রচার চালানো হচ্ছে। তাতে তাঁর সম্মানহানি হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এই মর্মে বুধবার লালবাজারে অভিযোগ দায়ের করলেন সোমা বন্দ্যোপাধ্যায় নামে ওই অধ্যাপিকা।

পার্থ ঘনিষ্ঠ হিসাবে বেশ কয়েকজনের নাম প্রকাশ্যে এসেছে। ওই অধ্যাপিকার অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় তাঁর নামেও পার্থ ঘনিষ্ঠ বলে অপপ্রচার চালানো হচ্ছে। জানা গিয়েছে, সোমা বন্দ্যোপাধ্যায় দি ওয়েস্ট বেঙ্গল টিচার্স ট্রেনিং অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড প্ল্যানিং ও রাজ্য সংস্কৃতি বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন। বর্তমানে তিনি WBUTTEPA ও ডায়মন্ডহারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে কর্মরত।

পার্থ ইস্যু প্রকাশ্যে আসার পর তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি পার্থ ঘনিষ্ঠ হওয়ার কারণেই প্রভাব খাটিয়ে টিচার্স ট্রেনিং বিশ্ববিদ্যালয়ে ভিসি পদ পেয়েছিলেন। আগে তাঁর জায়গায় ভিসি ছিলেন ড. মিতা বন্দ্যোপাধ্যায়। যদিও সোমা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা দাবি, সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। সামাজিক মাধ্যমে তাঁর নামে ইচ্ছাকৃতভাবেই কোনও একটি অংশ অপপ্রচার চালিয়েছেন বলে অভিযোগ তাঁর। সেই মর্মেই লালবাজার তিনি অভিযোগ দায়ের করেছেন।

উল্লেখ্য, মোনালিসা দাস নামে আরও এক অধ্যাপিকার নাম পার্থ ঘনিষ্ঠ হিসাবে উঠে এসেছে আগেই। অভিযোগ, তিনিও নাকি প্রভাব খাটিয়ে অধ্যাপিকা হতে চেয়ে পার্থ চট্টোপাধ্যায়ের নাম করে কার্যত হুঁশিয়ারি দিয়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। যদিও উপযুক্ত যোগ্যতা না থাকার কারণে তিনি সেই পদ পাননি। বর্তমানে তিনি আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মরত। তিনি যদিও বলেছিলেন, একজন শিক্ষামন্ত্রীর সঙ্গে একজন শিক্ষকের যে সম্পর্ক, তাঁর  সঙ্গেও পার্থ চট্টোপাধ্যায়ের সেই সম্পর্ক।

Next Article