Partha Chatterjee: পার্থ ছাড়াই ক্যাবিনেট-শিল্প দফতরের পরামর্শদাতা কমিটির ‘তাৎপর্যপূর্ণ’ বৈঠক

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 28, 2022 | 8:05 AM

Partha Chatterjee: উল্লেখ্য, এসএসসি দুর্নীতি কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির অভিযোগে এখন ইডি হেফাজতে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।

Partha Chatterjee: পার্থ ছাড়াই ক্যাবিনেট-শিল্প দফতরের পরামর্শদাতা কমিটির তাৎপর্যপূর্ণ বৈঠক
মমতা বন্দ্যোপাধ্যায় ও পার্থ চট্টোপাধ্যায়

Follow Us

কলকাতা: ক্যাবিনেট বৈঠকের পাশাপাশি বৃহস্পতিবার শিল্প দফতরের পরামর্শদাতা কমিটির বৈঠক। এই কমিটির প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিক্ষা দুর্নীতির প্যাঁচে রাজ্যের শিল্প মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এখন ইডি হেফাজতে। এমন অবস্থায় এই বৈঠক বাড়তি তাত্‍পর্য বহন করছে বলে মত রাজনৈতিক মহলের। বৈঠকে রাজ্যের ভাবমূর্তি অটুট রাখা ও শিল্প মহলকে আশ্বস্ত করতে পারেন মমতা।

সূত্রের খবর, একাধিক ফাইল পার্থ চট্টোপাধ্যায়ের সইয়ের অভাবে আটকে রয়েছে। যা নিয়ে সমস্যা বাড়ছে রাজ্য সরকারের। এদিনের বৈঠকে এই সংক্রান্ত বিষয়েও কথা হতে পারে বলেও খবর।

উল্লেখ্য, এসএসসি দুর্নীতি কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির অভিযোগে এখন ইডি হেফাজতে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। বিধানসভার পরিষদীয় মন্ত্রী হিসাবে আগে বিশেষ ক্ষমতা বলে গাড়ি পেতেন পার্থ চট্টোপাধ্যায়। গ্রেফতারির পর সেই গাড়ি ছেড়ে দিয়েছেন তিনি। এদিকে, অতি উল্লেখ্যযোগ্য ভাবে ‘জাগো বাংলা’র একটি প্রতিবেদনে পার্থ চট্টোপাধ্যায়ের আগে মন্ত্রী শব্দটিও ব্যবহার করা হয়নি। পাশাপাশি কোটি কোটি টাকা উদ্ধারের খবরের পর তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের কথায়, ‘বিষয়টি উদ্বেগের’- সামগ্রিক পরিস্থিতিতে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন পার্থর সঙ্গে দল দূরত্ব বাড়াচ্ছে।

এই পরিস্থিতিতে বৃহস্পতিবার মন্ত্রিসভার ক্যাবিনেট বৈঠকও। সেক্ষেত্রে পার্থ ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গুরুত্বপূর্ণ কোনও সিদ্ধান্ত নিতে পারেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

যদিও এক্ষেত্রে উল্লেখ্য, নতুন কাউকে মন্ত্রীত্ব দান অথবা ক্ষমতা নিয়ে নেওয়ার ক্ষেত্রে ক্যাবিনেট বৈঠকের প্রয়োজন পড়ে না। মুখ্যমন্ত্রী চাইলেই ক্ষমতাবলে সেটি করতে পারেন। কিন্তু সাম্প্রতিকতম ইস্যুতে ক্যাবিনেট বৈঠক ও ল্প দফতরের পরামর্শদাতা কমিটির বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন সচেতকরা।

Next Article