Kolkata Airport: ‘রঙিন আলোয়’ ধাঁধাল চোখ, কলকাতা বিমানবন্দর থেকে প্লেন উড়তেই এক কাণ্ড

Kolkata Airport: কলকাতা বিমানবন্দর থেকে মুম্বইয়ের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল এয়ার ইন্ডিয়ার এআই ৭৭৩ বিমানের। ১৮৩ জন যাত্রী এবং ৬ জন কেবিন ক্রু নিয়ে সন্ধ্যা ৬টা ২৭ মিনিট নাগাদ বিমানটি যখন কলকাতা বিমানবন্দর ছেড়ে ২০০০ ফিট উচ্চতায় দুই নটিকাল মাইল দূরে অবস্থান করছিল সেই সময় একটি লেজার আলো দেখতে পান পাইলট।

Kolkata Airport: 'রঙিন আলোয়' ধাঁধাল চোখ, কলকাতা বিমানবন্দর থেকে প্লেন উড়তেই এক কাণ্ড
কলকাতা বিমান বন্দর।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 16, 2024 | 10:02 PM

কলকাতা: চোখ ধাঁধানো আলোর খেলা। মাঝ আকাশের পথে বিমান নিয়ে উড়ছেন পাইলট। তাঁরই চোখে গিয়ে পড়ে তা। যদিও নিজস্ব দক্ষতায় বড় বিপদ সামাল দেন তিনি। লেজার লাইটের আলো দেখতে পান এয়ার ইন্ডিয়ার পাইলট।

কলকাতা বিমানবন্দর থেকে মুম্বইয়ের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল এয়ার ইন্ডিয়ার এআই ৭৭৩ বিমানের। ১৮৩ জন যাত্রী এবং ৬ জন কেবিন ক্রু নিয়ে সন্ধ্যা ৬টা ২৭ মিনিট নাগাদ বিমানটি যখন কলকাতা বিমানবন্দর ছেড়ে ২০০০ ফিট উচ্চতায় দুই নটিকাল মাইল দূরে অবস্থান করছিল সেই সময় একটি লেজার আলো দেখতে পান পাইলট।

সঙ্গে সঙ্গে বিমান কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়। সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষ বিমানবন্দর কর্তৃপক্ষকে জানায়। বিমানবন্দর কর্তৃপক্ষ এরপরই বিধাননগর পুলিশের কন্ট্রোলরুমে ফোন করে সংশ্লিষ্ট থানাগুলিকে জানায়। পরবর্তী সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে বিধাননগর পুলিশ কমিশনারের সূত্রে খবর।

লেজার লাইটের নিয়ে প্রায়শই বিপাকে পড়তে হয়। রাজ্যের পুর দফতরের দ্বারস্থও হয়েছিল বিমানবন্দর কর্তৃপক্ষ এ নিয়ে। তারপরও লেজার লাইটের ব্যবহার বন্ধ হচ্ছে না, এদিনের ঘটনা আরও একবার চোখে আঙুল দিয়ে তা দেখিয়ে দিল। কলকাতা বিমানবন্দর লাগোয়া এলাকাগুলো থেকে এই আলো দেখা যায় বারবার। রাতের আকাশে ভুগতে হয় বিমান চালকদের।